Titagarh Shootout: ভরসন্ধেয় খুন যুবক, টিটাগড়ে শ্যুটআউট..
পুলিস সূত্রে খবর, মাদক মামলায় জেলে ছিলেন মৃত যুবক। মাস তিনেক আগেই ছাড়া পান তিনি। কেন এই হামলা? তা খতিয়ে দেখা হচ্ছে ব্যারাকপুর কমিশনারেট। অভিযুক্তদের খোঁজ তল্লাশি চলছে।
![Titagarh Shootout: ভরসন্ধেয় খুন যুবক, টিটাগড়ে শ্যুটআউট.. Titagarh Shootout: ভরসন্ধেয় খুন যুবক, টিটাগড়ে শ্যুটআউট..](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/08/446326-trasn.jpg)
বরুণ সেনগুপ্ত: ব্যবধান সপ্তাহ দেড়েকের। সংঘর্ষের পর এবার শ্যুটআউট! ভরসন্ধেয় খুন যুবক। কীভাবে? এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করেই গুলি চলেছে, দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার সেই টিটাগড়।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ হাসান। বাড়ি, টিটাগড়ের অরুণপাড়া এলাকায়। আজ, বুধবার সন্ধ্যায় বাড়ির যখন সামনেই দাঁড়িয়েছিলেন, তখন ওই যুবককে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, হাসানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিস সূত্রে খবর, মাদক মামলায় জেলে ছিলেন হাসান। মাস তিনেক আগেই ছাড়া পান তিনি। কেন এই হামলা? তা খতিয়ে দেখা হচ্ছে ব্যারাকপুর কমিশনারেট। অভিযুক্তদের খোঁজ তল্লাশি চলছে।
এর আগে, টিটাগড় এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন ন দুই কাউন্সিলের অনুগামীরা। লাঠি-বাঁশ দিয়ে একে অপরের উপর চড়াও হয় দু'পক্ষই! সংঘর্ষে মৃত্যু হয় আকাশ প্রসাদ নামে এক তৃণমূলকর্মীরা।
আরও পড়ুন: Digha: পারাদ্বীপ থেকে দিঘায় এল বিশাল আকৃতির মাছ! দেখতে উপচে পড়ল ভিড়...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)