Jagatdal Shootout: ফের শ্যুটআউট! জগদ্দলে ভরসন্ধেয় বাড়ির সামনেই গুলিবিদ্ধ যুবক...
স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের নাম ভিক্কি যাদব। বাড়ি জগদ্দলের মোমিনপাড়া এলাকায়। সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো গৌরবের ছায়াসঙ্গী হিসেবে পরিচিতি ছিলেন তিনি। তৃণমূলের দাবি, ভিক্কি তাদের দলের কর্মীরা।
![Jagatdal Shootout: ফের শ্যুটআউট! জগদ্দলে ভরসন্ধেয় বাড়ির সামনেই গুলিবিদ্ধ যুবক... Jagatdal Shootout: ফের শ্যুটআউট! জগদ্দলে ভরসন্ধেয় বাড়ির সামনেই গুলিবিদ্ধ যুবক...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/21/448254-ajaga.png)
বরুণ সেনগুপ্ত: কোলাঘাটের রেশ কাটতে না কাটতেই ফের শ্যুটআউট! ভরসন্ধেয় বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। এবার উত্তর ২৪ পরগনার জগদ্দলে।
আরও পড়ুন: Dakshineswar: কাউন্সিলরের নেতৃত্বে স্কুলে তাণ্ডব! প্রধানশিক্ষিকাকে 'প্রাণনাশের হুমকি'...
স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের নাম ভিক্কি যাদব। বাড়ি জগদ্দলের মোমিনপাড়া এলাকায়। সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো গৌরবের ছায়াসঙ্গী হিসেবে পরিচিতি ছিলেন তিনি। তৃণমূলের দাবি, ভিক্কি তাদের দলের কর্মীরা।
এদিন সন্ধ্যায় বাড়ির সামনেই বসেছিলেন ভিক্কি। তারপর? প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। ওই যুবককে লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালানো হয়! এরপর রক্তাক্ত অবস্থায় ভিক্কিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি নার্সিংহোমে।
কী কারণে এই হামলা? নেপথ্যে কারা? স্পষ্ট নয় এখনও। তদন্তে নেমেছে পুলিস। এলাকার তুমুল চাঞ্চল্য।
আরও পড়ুন: BGBS: বিজিবিএসে চাঁদের হাট, আদানির অভাব পূরণ করলেন যাঁরা...
এর আগে, কোলাঘাটে জাতীয় সড়কে দুষ্কৃতীদের গুলিতে খুন এক স্বর্ণ ব্যবসায়ী। কবে? গতকাল সোমবার রাতে। সেই ঘটনায় এক ধাবা কর্মীকে আটক করেছে পুলিস। ঘটনাস্থলে উল্টোদিকেই একটি ধাবায় কাজ করেন তিনি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)