Woman Torture: দ্বিতীয় বিয়ে করে স্বামী! প্রতিবাদ করায় নারকীয় অত্যাচার স্ত্রীর উপর, জানলে গা শিউড়ে উঠবে..
Baruipur: স্বামী দ্বিতীয় বিয়ে করে ঘরে আনে বউকে। প্রথম স্ত্রী প্রতিবাদ করায় চরম পরিণতি হয় তাঁর। শ্বশুর, স্বামী মিলে বেধড়ক মারধর করে তাঁকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
![Woman Torture: দ্বিতীয় বিয়ে করে স্বামী! প্রতিবাদ করায় নারকীয় অত্যাচার স্ত্রীর উপর, জানলে গা শিউড়ে উঠবে.. Woman Torture: দ্বিতীয় বিয়ে করে স্বামী! প্রতিবাদ করায় নারকীয় অত্যাচার স্ত্রীর উপর, জানলে গা শিউড়ে উঠবে..](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/11/520639-baruipur.jpg)
প্রসেনজিত্ সর্দার: বিবাহিত মহিলাকে বেধড়ক মারধর। অভিযোগ উঠল স্বামী,শ্বশুরের বিরুদ্ধে। ঘটনার বিষয়ে ইতিমধ্যে আক্রান্ত মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। যদিও ঘটনায় অভিযুক্তদের আটক কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের গোপালপুর গ্রামের বাসিন্দা মনোরঞ্জন হালদার। তাঁর মেয়ে টুম্পার সঙ্গে বছর চোদ্দো আগে দেখাশোনা করে বিয়ে হয়েছিল বাসন্তী থানার অন্তর্গত রাধারাণীপুরের, দেবদুলাল মন্ডলের ছেলে বিশ্বজিত্ মন্ডলের সঙ্গে। অভিযোগ বিয়ের ছয় মাস পর থেকে অতিরিক্ত যৌতুক দাবি করে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন। এমনকী টুম্পার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে শ্বশুর দেবদুলাল ও স্বামী বিশ্বজিত্। শুধু তাই নয়, প্রাণে মেরে ফেলারও ছক কষে শ্বশুর-স্বামী বলে অভিযোগ। মহিলার দুই ছেলেমেয়ে রয়েছে। অভিযোগ তাদেরকে অত্যাচারিত হতে হয়। এমন অবস্থায় শিখা মণ্ডল নামে এলাকার এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করে স্বামী। টুম্পা প্রতিবাদ শুরু করেন।
প্রতিবাদে সরব হলে, অভিযোগ আচমকা শ্বশুর,স্বামী মিলে তাঁকে মাটিতে ফেলে ঝাঁটা, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তাঁর চোখে ও কানের গোড়ায় মারাত্মকভাবে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনার পর অন্যান্য প্রতিবেশীদের সাহায্যে আক্রান্ত মহিলাকে চিকিৎসার জন্য বাসন্তী ব্লক হাসপাতালে যায়। সেখানেই নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে আক্রান্ত মহিলা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি বাসন্তী থানায় স্বামী, শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে পুলিস, স্বামী পলাতক।