মানসিক ভারসাম্যহীন মহিলাকে নিয়ে হুলস্থুল পড়ল রায়গঞ্জে
মানসিক ভারসাম্যহীন মহিলাকে নিয়ে হুলস্থুল পড়ে গেল রায়গঞ্জ-বিন্দোল সড়কের ধারে রামপুর এলাকায়। ওই মহিলা উঠে পড়েন হাইটেনশন বিদ্যুত টাওয়ারে। সেখানে পা ঝুলিয়ে রীতিমতো গান শুরু করে দেন। দুর্ঘটনার আশঙ্কায় তখন গোটা এলাকা তটস্থ। অবশেষে স্থানীয় কিছু যুবক ও দমকল কর্মীদের তত্পরতায় নামিয়ে আনা হয় ওই মানসিক ভারসাম্যহীনকে। হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয় বাসিন্দারা। দমকলের তরফে জানানো হয়েছে, ঠিক সময় তাঁকে নামাতে সক্ষম হওয়ায় বড় ধরণের ঘটনা এড়ানো গেছে।
![মানসিক ভারসাম্যহীন মহিলাকে নিয়ে হুলস্থুল পড়ল রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন মহিলাকে নিয়ে হুলস্থুল পড়ল রায়গঞ্জে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/09/88950-9999999999999999.jpg)
ওয়েব ডেস্ক : মানসিক ভারসাম্যহীন মহিলাকে নিয়ে হুলস্থুল পড়ে গেল রায়গঞ্জ-বিন্দোল সড়কের ধারে রামপুর এলাকায়। ওই মহিলা উঠে পড়েন হাইটেনশন বিদ্যুত টাওয়ারে। সেখানে পা ঝুলিয়ে রীতিমতো গান শুরু করে দেন। দুর্ঘটনার আশঙ্কায় তখন গোটা এলাকা তটস্থ। অবশেষে স্থানীয় কিছু যুবক ও দমকল কর্মীদের তত্পরতায় নামিয়ে আনা হয় ওই মানসিক ভারসাম্যহীনকে। হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয় বাসিন্দারা। দমকলের তরফে জানানো হয়েছে, ঠিক সময় তাঁকে নামাতে সক্ষম হওয়ায় বড় ধরণের ঘটনা এড়ানো গেছে।
আরও পড়ুন- পাহাড়িয়া এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় যাত্রীর থেকে সর্বস্ব লুঠ