ভোল্টেজ কমে যাওয়ায় বন্ধ গানবাজনা, রাগে গলার নলি কেটে মাইকম্যানকে খুন যুবকের

ঝগড়া মধ্যেই ওই যুবক ছুরি বের করে মাইকম্যানের ওপরে ঝাঁপিয়ে পড়ে

Updated By: Jul 12, 2019, 08:09 AM IST
ভোল্টেজ কমে যাওয়ায় বন্ধ গানবাজনা, রাগে গলার নলি কেটে মাইকম্যানকে খুন যুবকের

নিজস্ব প্রতিবেদন: হঠাত্ গান বন্ধ হয়ে যাওয়ায় মাইক-ম্যানকে ছুরি মেরে খুন। ভয়ঙ্কর এই ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কালনায়।

আরও পড়ুন-জল বাঁচাতে রাস্তায় হাঁটবেন মমতা, মুখ্যমন্ত্রীর লেখা গানে কণ্ঠ দিলেন ইন্দ্রনীল      

বৃহস্পতিবার ঝাপান উপলক্ষ্যে মাইকে গানবাজনা চালিয়ে উত্সবে মেতেছিলেন কালনার রুকুশ পুরের মানুষজন। সন্ধে নামতেই উত্সবের মেজাজ গাঢ় হয়ে ওঠে। আর ওই সময়েই বিপত্তি। বিদ্যুত্ বিভ্রাটের কারণে ভোল্টেজ কমে যায়। বন্ধ হয়ে যায় মাইকও। ছন্দপতন ঘটে যায় হুল্লোড়ে।

আরও পড়ুন-তৃণমূলে ফিরলেও কাঁচরাপাড়ার কাউন্সিলরদের হৃদয়ে মোদী, দাবি কৈলাসের  

আচমকা মাইক বন্ধ হতেই এক যুবক এসে তর্কাতর্কি জুড়ে দেয় মাইকম্যানের সঙ্গে। ঝগড়া মধ্যেই ওই যুবক ছুরি বের করে মাইকম্যানের ওপরে ঝাঁপিয়ে পড়ে। চুরি দিয়ে কেটে দেওয়া হয় মাইকম্যানের নলি। তাকে বাঁচাতে এলে তার দুই বন্ধুকেও চুরি দিয়ে কোপায় ওই যুবক। আহত ২ জনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন গ্রামবাসীরা।

.