Udayan Guha: দিনহাটায় উদয়ন গুহের কনভয় লক্ষ্য করে বোমা!
'সারা দিন নানা রকম ঘটনা ঘটিয়েছে'। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এলাকায় তুমুল উত্তেজনা।
![Udayan Guha: দিনহাটায় উদয়ন গুহের কনভয় লক্ষ্য করে বোমা! Udayan Guha: দিনহাটায় উদয়ন গুহের কনভয় লক্ষ্য করে বোমা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/10/432906-ufafa.jpg)
দেবজ্যোতি কাহালি: পঞ্চায়েতে ভোট গঠনে অশান্তি। রেহাই পেলেন না মন্ত্রী উদয়ন গুহও! তাঁর গাড়ি ও কনভয়ে হামলার অভিযোগ। ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা।
আরও পড়ুন: Debangshu Bhattacharya: 'কেন্দ্রীয় স্তরে এভাবেই প্রতিদান পেতে থাকুন'! অধীরকে দেবাংশুর খোঁচা
পঞ্চায়েত ভোট শেষ। বোর্ড গঠনকে কেন্দ্র দিনভর অশান্তি চলে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সিপিএম-ISF কর্মীদের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেই হুগলির ফুরফুরা। পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক নওশাদ সিদ্দিকী। গুলি চলে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে! আহত হন বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রের খবর, এদিন বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তি হয় দিনহাটা ২ ব্লকের নাজিরহাট ২ নম্বর পঞ্চায়েতে। সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল বিজেপি সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দলের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
তারপর? অভিযোগ, যখন বাড়িতে ফিরছিলেন, তখন মন্ত্রীর গাড়ি ও কনভয় লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনভয়ে উদয়ন গুহের গাড়ির সামনে আরও ২ গাড়ি ছিল। তার ঠিক সামনেই বিস্ফোরণ ঘটে! সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন দিনহাটার বিধায়ক।
আরও পড়ুন: Raigunj: বিজেপি প্রধান হতেই ভোটাভুটির নথি-ই খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী!
বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন উদয়ন। তিনি বলেন, 'সারা দিন নানা রকম ঘটনা ঘটিয়েছে। আমরা এসে,আমাদের লোকজনকে শান্ত থাকতে বলে ফিরে যাচ্ছি। ফাঁকা জায়গা দেখে কনভয় লক্ষ্য করে বোমা ছুঁড়েছে। আমি শুনলাম, প্রথমে বুঝতে পারিনি। যাওয়ার সময়েও হয়েছে। ভেবেছে, বাজি ফাটাচ্ছে। যাঁরা করেছে পুলিশ বের করুক। আমরা নাম দেব'।