মাঝরাস্তায় নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা, বেল্ট দিয়ে মারধরে গ্রেফতার যুবক

রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়। পুলিস তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে।

Edited By: Priyanka Dutta | Updated By: Aug 16, 2020, 08:34 PM IST
মাঝরাস্তায় নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা, বেল্ট দিয়ে মারধরে গ্রেফতার যুবক
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: নাবালিকাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিস। সূত্রের খবর, ধৃত বুদ্ধদেব মাজি পূর্ব-বর্ধমানের গুসকরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগদীপাড়ার বাসিন্দা। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়। পুলিস তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে।

আরও পড়ুন: রাজ্যপালকে 'আঙ্কেলজি'!, "নজরদারিটা ভালো জানেন আপনার গুজরাটের বস" ধনখড়কে পাল্টা মহুয়ার

নির্যাতিতার বাবার অভিযোগ, তাঁর মেয়ে গুসকরা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। শনিবার সন্ধ্যায় পাড়ার একটি দোকানে খাতা কিনতে যাওয়ার সময় তার পথ আটকায় অভিযুক্ত বুদ্ধদেব। তারপর নাবালিকাকে কু-প্রস্তাব দেয় বলে অভিযোগ। কিন্তু তাতে সে রাজি না হওয়ায়, বুদ্ধদেব কোমরের বেল্ট খুলে ওই নাবালিকাকে বেধরক মারধর করে। এমনকী অ্যাসিড দিয়ে ওই ছাত্রীর মুখ পুড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি বাবাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বুদ্ধদেব।

ছাত্রীটি বাড়ি ফিরে ঘটনার কথা জানালে তার চিকিৎসা করানো হয়। এরপর রাতেই গুসকরা পুলিস ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

.