দুষ্কৃতী হামলায় উত্তপ্ত স্বরূপনগর
দুষ্কৃতী হামলায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার স্বরূপনগর। সোনাপাচারের অভিযোগে সম্প্রতি এক ব্যক্তি BSF এর হাতে ধরা পড়ে। রোষ গিয়ে পড়ে এক প্রতিবেশীর ওপর। গতকাল রাতে ওই প্রতিবেশীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বিষ্ণুপদ মণ্ডল নামে ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত কৃষ্ণপদ মণ্ডলের নামে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
![দুষ্কৃতী হামলায় উত্তপ্ত স্বরূপনগর দুষ্কৃতী হামলায় উত্তপ্ত স্বরূপনগর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/28/88461-rod-beaten.jpeg)
ওয়েব ডেস্ক : দুষ্কৃতী হামলায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার স্বরূপনগর। সোনাপাচারের অভিযোগে সম্প্রতি এক ব্যক্তি BSF এর হাতে ধরা পড়ে। রোষ গিয়ে পড়ে এক প্রতিবেশীর ওপর। গতকাল রাতে ওই প্রতিবেশীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বিষ্ণুপদ মণ্ডল নামে ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত কৃষ্ণপদ মণ্ডলের নামে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন, জনতা-পুলিস সংঘর্ষে ধুন্ধুমার সবংয়ের বীরকোটা গ্রাম
আরও পড়ুন, ফের শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ, অশান্তি কুলতলিতে