রহস্যজনকভাবে এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মৃত্যু অধ্যাপিকার
Updated By: Oct 8, 2017, 11:43 AM IST
![রহস্যজনকভাবে এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মৃত্যু অধ্যাপিকার রহস্যজনকভাবে এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মৃত্যু অধ্যাপিকার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/08/95498-lfdjlfdjfjjfddfjjdfjdj.jpg)
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : রহস্যজনকভাবে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক অধ্যাপিকার। মৃতের নাম বেটসি মিলন। তিনি মিজোরাম সরকারের শিক্ষা দফতরের কর্মী ছিলেন। চেন্নাই থেকে কলকাতা ফেরার পথে এই ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন- বাড়তি চিকিত্সক দেওয়া যাবে না হাবড়া হাসপাতালে, জানিয়ে দিল স্বাস্থ্য ভবন
জানা গেছে, স্বামীর সঙ্গে চেন্নাই থেকে ফিরছিলেন বেটসি। করমণ্ডল এক্সপ্রেসে হাওড়া আসার পথে ট্রেনের বাথরুমে যান তিনি। তারপর থেকে আর তাঁর খোঁজ পাননি স্বামী। দীর্ঘক্ষণ খোঁজখবর চালানোর পর পুলিসের সাহায্যে জানা যায় ঘোড়াঘাটা স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে যান বেটসি। উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।