প্রতীক্ষার অবসান, অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা
সাধারণত ৭ জুন দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে। যদিও এবছর ১০ দিন পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকল।
![প্রতীক্ষার অবসান, অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা প্রতীক্ষার অবসান, অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/20/197768-90860-nsb.jpg)
নিজস্ব প্রতিবেদন: অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। যে কোনও সময়ই উপকূলবর্তী এলাকায় শুরু হবে বৃষ্টি। বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের প্রকাশিত ছবি অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তে বরাবর অবস্থান করছে মৌসুমী বায়ু। ডুয়ার্সের একাংশ হয়ে সেই রেখা বিস্তৃত হয়েছে সিকিম পর্যন্ত।
সাধারণত ৭ জুন দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে। যদিও এবছর ১২ দিন পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকল। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশে বাধ সাধছে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি গতকালই নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে অনুমান আবহাওয়াবিদদের অনুমান।
নিম্নচাপ জলীয় বাষ্প টেনে নিচ্ছে বলেই রাজ্যে বর্ষা ঢুকতে দেরি হল বলে অনুমান আবহাওয়াবিদদের। নিম্নচাপের অবস্থান ও গতিবিধির ওপর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ নির্ভর করছে।