আটক মুকুল রায়ের ছায়াসঙ্গী, বাড়ি থেকে তুলে আনলেন আইসি
মুকুল রায়ের ছায়াসঙ্গী প্রবাল রাহাকে আটক করল জলপাইগুড়ি থানার পুলিস। পুরনো একটি মামলায় তাঁকে আটক করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গেছে।
![আটক মুকুল রায়ের ছায়াসঙ্গী, বাড়ি থেকে তুলে আনলেন আইসি আটক মুকুল রায়ের ছায়াসঙ্গী, বাড়ি থেকে তুলে আনলেন আইসি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/05/12/120182-dfvgdvg.jpg)
নিজস্ব প্রতিবেদন : মুকুল রায়ের ছায়াসঙ্গী প্রবাল রাহাকে আটক করল জলপাইগুড়ি থানার পুলিস। পুরনো একটি মামলায় তাঁকে আটক করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গেছে।
জলপাইগুড়ি জেলা বিজেপির পর্যবেক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রবাল রাহা। মুকুল রায়ের ছায়াসঙ্গী বলেই তিনি পরিচিত। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকায় বাড়ি প্রবাল রাহার। বাড়ি থেকে তাঁকে আটক করে জলপাইগুড়ি থানার পুলিস। জানা গেছে, জলপাইগুড়ি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার নিজে গিয়ে প্রবাল রাহাকে বাড়ি থেকে তুলে আনেন। থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।
আরও পড়ুন, গোয়ালপোখরে বাম-তৃণমূল সংঘর্ষ, মৃত ১, আহত পঞ্চায়েত প্রার্থীর স্বামী
উল্লেখ্য, দিনকয়েক আগে জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে জেলাপরিষদ জিতলে জেলার যুবকদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুকুল রায়। জেলাপরিষদের তরফেই এই স্মার্টফোন দেওয়া হবে বলে জানান তিনি। এরপরই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয় মুকুল রায়ের বিরুদ্ধে।