মুর্শিদাবাদ তৃণমূলের সভাপতি হলেন সুব্রত সাহা
মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি হলেন সুব্রত সাহা। শুক্রবার তৃণমূল ভবন থেকে এই খবর ঘোষণা করা হয়েছে।
![মুর্শিদাবাদ তৃণমূলের সভাপতি হলেন সুব্রত সাহা মুর্শিদাবাদ তৃণমূলের সভাপতি হলেন সুব্রত সাহা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/17/99193-tmc2435.jpg)
নিজস্ব প্রতিবেদন: মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি হলেন সুব্রত সাহা। শুক্রবার তৃণমূল ভবন থেকে এই খবর ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি মান্নান হোসেনের। আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে তার পরই ওই পদ পূরণের তোড়জোড় শুরু করে তৃণমূল। অবশেষে চূড়ান্ত হয় সুব্রত সাহার নাম। কার্যকরী সভাপতি রইলেন সৌমিক হোসেন ও জ়াকির হোসেন।
আরও পড়ুন - দিঘার 'ভুতূড়ে' এটিএম! ৫০০ টাকা তুলতে গেলে বেরচ্ছে ২৫,০০০
২০১৪ সালের লোকসভা নির্বাচনে হারের পর তৃণমূলে যোগ দেন মান্নান হোসেন। এর পর থেকে একের পর এক পঞ্চায়েত ও পুরসভা দখলে আসে তৃণমূলের। কংগ্রেসের দুর্গে জেলা পরিষদও দখল করে নেয় তৃণমূল।