'ছেলেধরা' সন্দেহে গণপিটুনি রুখতে কড়া নবান্ন

নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন তিনি।

Updated By: Feb 23, 2019, 02:10 PM IST
'ছেলেধরা' সন্দেহে গণপিটুনি রুখতে কড়া নবান্ন

নিজস্ব প্রতিবেদন : রাজ্য জুড়ে চলছে গুজব। আর গুজবের জেরে গনপিটুনি। মুখ্যমন্ত্রীর অনুরোধেও কাজ হয়নি।

পুলিশকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাজ্যজুড়ে পুলিশকর্মীদের  সতর্ক করতে উদ্যোগী হয়েছে প্রশাসন।  আজ প্রত্যেক জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য পুলিশের ডিজি। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন, প্রশ্নফাঁস রুখতে নয়া 'টেকনিক' উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

প্রসঙ্গত, শুক্রবার রাতেই ছেলেধরা সন্দেহে গণপিটুনির জেরে কাঁকুরগাছিতে মৃত্যু হয়েছে এক যুবকের। এর কদিন আগে ছেলেধরা গুজবে গণপিটুনির জেরে হাওড়ার টিকিয়াপাড়ায় জনতা-পুলিস খণ্ডযুদ্ধ বেঁধে যায়। হাওড়ার জগতবল্লভপুরেও একই ঘটনা ঘটে। প্রায় জনা পাঁচেককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে ছেলেধরা সন্দেহে চলে গণপিটুনি।

আরও পড়ুন, স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পূর্ব মেদিনীপুরের তমলুকে ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। সেখানে গাছে বেঁধে চলে গণপ্রহার। রাজ্যজুড়ে ত্রাসের বাতাবরণ তৈরি করেছে এই ছেলেধরা গুজব। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে তত্পর হয়েছে প্রশাসনও।

.