কলকাতাকে করিডর করে ফের সক্রিয় হওয়ার পরিকল্পনা করছিল নিও জেএমবি
ওদিকে ধৃত জিয়াউর রহমানকে জেরায় গোয়েন্দাদের কাছে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
![কলকাতাকে করিডর করে ফের সক্রিয় হওয়ার পরিকল্পনা করছিল নিও জেএমবি কলকাতাকে করিডর করে ফের সক্রিয় হওয়ার পরিকল্পনা করছিল নিও জেএমবি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/25/198452-xasxuh.jpg)
নিজস্ব প্রতিবেদন: গ্রেফতার হল খাগড়াগড় কাণ্ডের আরও এক অভিযুক্ত। হাবিবুর রহমান নামে ওই যুবককে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে NIA. ওদিকে ধৃত জিয়াউর রহমানকে জেরায় গোয়েন্দাদের কাছে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
NIA -সূত্রের খবর এদিন গ্রেফতার হওয়া জিয়াউর কৌসরের ঘনিষ্ঠ ছিল। মোকিমনগর মাদ্রাসায় প্রশিক্ষণ দিত সে। মুর্শিদাবাদের বাসিন্দা এই যুবক বেশ কিছুদিন ধরে বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়ে ছিল বলে জানা গিয়েছে।
ধৃত জিয়াউরকে জেরা করে NIA-র গোয়েন্দারা জানতে পেরেছেন,
১. এই সপ্তাহেই জেএমবির এক বড় নেতা কলকাতায় আসার কথা ছিল। দক্ষিণ শহরতলিতে জেএমবির সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। সেই বৈঠকে এরাজ্যে নিও জেএমবি (আইসিসপন্থী)-র কার্যকলাপের রূপরেখা ঠিক হওয়ার কথা ছিল।
২. ফান্ডিংয়ের বিষয় আলোচনা হওয়ার কথা ছিল ওই বৈঠকে।
৩. কলকাতাকে সেফ করিডর হিসাবে ব্যবহার করত বাংলাদেশি জঙ্গিরা। কিন্তু কৌসর গ্রেফতার হওয়ার পর কলকাতাতে সব রকমের যোগাযোগ নষ্ট হয়ে গেছিল তাদের। বিশেষ করে আশ্রয় বা শেল্টার এর বিষয়ে সমস্যায় পড়েছে তারা। ফের কী করে সেই যোগাযোগগুলিকে সক্রিয় করা যায় তার পরিকল্পনা হওয়ার কথা ছিল বৈঠকে।