কাঠ পাচারের নয়া কায়দা, তাজ্জব বন দফতর
কাঠ পাচারের নতুন কায়দা দেখে তাজ্জব বন দফতর। নতুন এই পদ্ধতিতে লাখ লাখ টাকার কাঠ বিক্রি হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের ওদলাবাড়ি এলাকা থেকে।
নিজস্ব প্রতিবেদন : কাঠ পাচারের নতুন কায়দা দেখে তাজ্জব বন দফতর। নতুন এই পদ্ধতিতে লাখ লাখ টাকার কাঠ বিক্রি হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের ওদলাবাড়ি এলাকা থেকে।
কীভাবে পাচার হচ্ছে কাঠ? কাঠ পাচারের অভিযোগে ধৃত ৩ জনকে জেরা করে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা যাচ্ছে, পাচারকারীরা বন থেকে কাঠ কেটে এনে বন লাগোয়া জায়গায় ছোটখাটো বাড়ি বানিয়ে ফেলছে। নতুন কাঠে রঙ লাগিয়ে প্রায় পুরনোর মতো করে ফেলা হচ্ছে। কিছুদিন সেই ঘরে থাকার পর ঘরটি বিক্রি করে দেওয়া হচ্ছে কোনও অসাধু ব্যবসায়ীকে। এভাবেই বন সাফ হয়ে যাচ্ছে দিনের পর দিন। চোরাচালান রোধে গঠিত চাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত একথা জানিয়েছেন।
সূত্রের খবর, রবিবার ওদলাবাড়ি এলাকায় ২টি কাঠ বোঝাই গাড়ি আটক করেছে বন দফতর। ওইসব কাঠের দাম কমপক্ষে ৫ লাখ টাকা। পাচারের অভিযোগে ৪ জনের আটক করা হয়েছে। এদের তিন জনকে জেরা করে ওই নয়া কায়দা সামনে এসেছে।