Siliguri: বাংলাদেশিদের সীমান্ত পার করিয়ে দেওয়াই তার কাজ, জাল পেতে সেই লিঙ্কম্যানকে পাকড়াও করল পুলিস

Siliguri: দুই জনের কাছ থেকে উদ্ধার হয় হাইড্রোলিক কাটার-সহ একাধিক তার কাটার সরঞ্জাম

Updated By: Feb 22, 2025, 05:46 PM IST
Siliguri: বাংলাদেশিদের সীমান্ত পার করিয়ে দেওয়াই তার কাজ, জাল পেতে সেই লিঙ্কম্যানকে পাকড়াও করল পুলিস

নারায়ণ সিংহরায়: সীমান্তের তারের বেড়া কেটে অর্থের বিনিময়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানোই তার মুল কাজ। বিপুল অধিকারী নামে এরকম এক লিঙ্কম্যানকে ধরল এনজেপি থানার পুলিস। নাম বিপুল অধিকারী। এভাবে সে কতজন বাংলাদেশিকে সীমান্ত পার করিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিস।

আরও পড়ুন-বাংলায় ফের গিয়ান বার সিনড্রোমে মৃত্যু! এবার শিকার মুর্শিদাবাদের যুবক...

বিগত ২৩ জানুয়ারি ফুলবাড়ী থেকে  গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ফুলবাড়ির আমাইদিঘি থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিস। যার মধ্যে একজনের নাম আতাউর রহমান। আতাউর বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা। অন্যজন আতাউরের আত্মীয় ফিরদৌস আলম। ফিরদৌসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। সেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিপুল অধিকারী।

ধৃত দুই জনের কাছ থেকে উদ্ধার হয় হাইড্রোলিক কাটার-সহ একাধিক তার কাটার সরঞ্জাম। এর পর ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ শুরু হয় হলদিবাড়ির মানিকগঞ্জের অধিকারী পাড়ার  বিপুল অধিকারীর। পুলিস জানতে পেরেছে সেই নাকি  তাদের ভারতে আসতে সাহায্য করেছে। দীর্ঘ প্রায় একমাস চিরুনি তল্লাশির পর অবশেষে শুক্রবার সেই লিংক ম্যান বিপুল অধিকারীকে গ্রেপ্তার করে এনজেপি থানা। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানায় পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.