পাচারের আগে ১০ নাবালক উদ্ধার
Updated By: Jul 12, 2017, 09:21 AM IST
![পাচারের আগে ১০ নাবালক উদ্ধার পাচারের আগে ১০ নাবালক উদ্ধার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/12/89061-trafficking.jpg)
ওয়েব ডেস্ক: পাচারের আগে মালদা স্টেশন থেকে ১০ নাবালককে উদ্ধার করল রেল পুলিস। ছক কষেই মালদা টাউন স্টেশনে হাজির হয়েছিলেন পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে পৌছে যায় GRP। পাচারকারীকে গ্রেফতার করা হয়। ১০ নাবালককে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা এই চক্রে জড়িত, তার উত্তর খুঁজছেন গোয়েন্দারা। দুবছর আগে হরিশ্চন্দ্রপুর এলাকার বেশ কয়েকজন নাবালককে কেরলে পাচারের চেষ্টা সামনে এসেছিল। পুলিস-প্রশাসন ও শিশু কল্যাণ দফতরের তত্পরতায় উদ্ধার করা হয়েছিল ওই নাবালকদের। এবারেও সেরকম কোনও প্ল্যান ছিল কিনা, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আরও পড়ুন- হল্যান্ডে হই চই : কন্যাশ্রীর বিশ্ব স্বীকৃতির মঞ্চে কুমোরটুলির প্রতিমায় প্রথম দুর্গাপুজো