ট্রাক্টরের পিছনে পুলিসের গাড়ির ধাক্কা, মৃত ১, গুরুতর জখম ৫
কুয়াশা মাখা ভোরে তখনও আলো স্পষ্ট হয়নি। আচমকাই বিকট শব্দে টনক নড়ে তিনমাইল এলাকার বাসিন্দারা। শব্দের উত্স খুঁজে জাতীয় সড়কের ধারে আসতেই চোখে পড়ে দুমড়ে মুছড়ে যাওয়া একটি গাড়ির সিট থেকে ভেসে আসছে রক্ত।
![ট্রাক্টরের পিছনে পুলিসের গাড়ির ধাক্কা, মৃত ১, গুরুতর জখম ৫ ট্রাক্টরের পিছনে পুলিসের গাড়ির ধাক্কা, মৃত ১, গুরুতর জখম ৫](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/20/109834-acci.jpg)
নিজস্ব প্রতিবেদন: ট্রাক্টরের পিছনে পুলিসের গাড়ির ধাক্কায় । দুর্ঘটনায় মৃত এক এনভিএফ কর্মী তাহের হোসেন। গুরুতর জখম আরও পাঁচ পুলিসকর্মী। মঙ্গলবার সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে চোপড়া থানার তিনমাইল এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ঘর থেকে উদ্ধার সদ্য বিবাহিত দম্পতির ঝুলন্ত দেহ, অনার কিলিং? দানা বাঁধছে রহস্য
কুয়াশা মাখা ভোরে তখনও আলো স্পষ্ট হয়নি। আচমকাই বিকট শব্দে টনক নড়ে তিনমাইল এলাকার বাসিন্দারা। শব্দের উত্স খুঁজে জাতীয় সড়কের ধারে আসতেই চোখে পড়ে দুমড়ে মুছড়ে যাওয়া একটি গাড়ির সিট থেকে ভেসে আসছে রক্ত। রাস্তাতেও পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। গাড়িতে উঁকি দিতেই চোখে পড়ে, জনা ছয়েক পুলিস কর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে উর্দি।
আরও পড়ুন: জলভর্তি বালতিতে ডুবে মৃত্যু মেটিয়াবুরুজের দেড় বছরের শিশুর
সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটির পিছনের অংশও দুমড়ে গিয়েছে। আহত পুলিসকর্মীদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান গ্রামবাসীরাই। হাসপাতালের বেডে শুয়েই জখম এক পুলিসকর্মী জানান, রাতের ডিউটি সেরে থানাতেই ফিরছিলেন তাঁরা। হঠাত্ই একটা শব্দ হয়, কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে ছিটকে পড়ে যান তিনি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দৃশ্যমানতা কম থাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন চালক। তদন্ত করে দেখা হচ্ছে।