Purba Bardhaman: অধ্যক্ষের সই করা কলেজের লেটারহেডে ছাত্রীকে প্রেমের প্রস্তাব, ভাইরাল!
অধ্যক্ষের নামে সই করা ওই লেটারহেডে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে নোটিস আকারে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে আমাদের মহাবিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে। এককথায় বলতে গেলে আপনার প্রেমে পড়েছে।
অরূপ লাহা: অধ্যক্ষের সই করা কলেজের লেটারহেডে ছাত্রীকে প্রেমের প্রস্তাব কলেজেরই প্রাক্তন ছাত্রের। লেটারহেড সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পূর্ব বর্ধমানের গুসকরা মহাবিদ্যালয়ে।
গুসকরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্য়ায়ের নামে সই করা ওই লেটারহেডে তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের এক ছাত্রীর নাম করে নোটিস আকারে তাঁকে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে আমাদের মহাবিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে। এককথায় বলতে গেলে আপনার প্রেমে পড়েছে। কিন্তু আপনি কোনও সদুত্তর দিচ্ছেন না। যার ফলে তিনি পড়াতে মনোযোগ দিতে পারছেন না।আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি কিছু একটা করুন যাতে, আমাদের ছাত্রের ভবিষ্যতে কোনও সমস্যা না হয় এবং ঠিক করে পড়াশোনা করতে পারে।
লেডারহেড সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কলেজের সুনাম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কলেজের শৃঙ্খলা রক্ষা ও কলেজ ওয়েলফেয়ার কমিটি তড়িঘড়ি তদন্তে নামে। একজন প্রাক্তন ছাত্র ও ২ বর্তমান ছাত্রী এই ঘটনার সঙ্গে জড়িত বলে তারা জানতে পারে। এরপরই বুধবার তাদের কলেজে ডেকে পাঠানো হয়। ৩ জনই তাদের পক্ষ থেকে স্বীকারোক্তি দেয় যে, এটা অনিচ্ছাকৃতভাবে তারা করে ফেলেছে। লেটারহেডটি এডিট করে ওই প্রাক্তন ছাত্রই পাঠিয়েছিল। সেটা বুঝতে না পেরে মজার ছলে সামাজিক মাধ্যমে কিছুক্ষণের জন্য পোস্ট করে দেয় ছাত্রী।
কলেজ অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্য়ায় জানান, ছাত্রীরা ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছে। আমরাও পুলিসের দ্বারস্থ হচ্ছি। সাময়িকভাবে ২ জন ছাত্রীকেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। বহিরাগত ছাত্রদের বিষয়েও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আরও পড়ুন, Bengal Weather: নতুন বছরের শুরুতেই কেমন থাকবে আবহাওয়া? চলে এল বড় আপডেট!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)