সব্যসাচীর যোগদান নিয়ে সতর্ক বিজেপি, মুখে কুলুপ নেতৃত্বের
সব্যসাচী কি বিজেপিতে যোগ দিচ্ছেন? প্রশ্নের উত্তরে রাহুল সিনহা বলেন, 'সব্যসাচী এখনো বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেননি। আবেদন করলে দল ভেবে দেখবে।'
নিজস্ব প্রতিবেদন: দিনকয়েক ধরেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। তৃণমূল কি তাঁকে বহিষ্কার করবে? না কি নিজেই দল ছাড়বেন তিনি। প্রতিদিনই লেখা হচ্ছে সেই রহস্যের নতুন অধ্যায়। মুকুলের সঙ্গে সব্যসাচীর ঘনিষ্ঠতা নিয়েও জোর চর্চা রাজনৈতিক মহলে। সব্যসাচীর দলবদল নিয়ে যতই জল্পনা চলুক এব্যাপারে গুনে গুনে পা ফেলতে চায় বিজেপি। দল ভাঙানোর দায় কিছুতেই ঘাড়ে নিতে নারাজ তাঁরা। তাই সব্যসাচীর পাশে দাঁড়িয়েও তাঁর বিজেপিতে যোগদান নিয়ে মুখ খুলতে নারাজ বিজেপি নেতৃত্ব।
বাংলাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
রবিবার সব্যসাচীকে নিয়ে তৃণমূলের অন্দরে দিনভর চলে ডামাডোল। সব্যসাচীকে পরবর্তী প্রজন্ম মিরজাফর বলবে বলে মন্তব্য করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পালটা সব্যসাচীর পাশে দাঁড়ান বিজেপি নেতা রাহুল সিন্হা। বলেন, 'কবে ফিরহাদ নিজে মিরজাফর হয়ে যান তার নেই ঠিক..'। সব্যসাচীর পাশে দাঁড়ালেও তাঁর বিজেপিতে যোগদান নিয়ে সতর্ক ছিলেন রাহুলবাবু।
সব্যসাচী কি বিজেপিতে যোগ দিচ্ছেন? প্রশ্নের উত্তরে রাহুল সিনহা বলেন, 'সব্যসাচী এখনো বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেননি। আবেদন করলে দল ভেবে দেখবে।'
লোকসভা নির্বাচনের পর থেকই বিজেপিতে যোগদানের ঢল নেমেছে। তাতে বেনোজল ঢুকছে বলে অভিযোগ তোলে বিজেপির একাংশ। এর পরই দলে যোগদানের ক্ষেত্রে রাশ টানে বিজেপি। সম্প্রতি বিজেপির তরফে নির্দেশ জারি হয়েছে, রাজ্য সভাপতির সবুজ সংকেত ছাড়া যোগ দিতে পারবেন না নেতৃত্ব স্তরের কোনও ব্যক্তি।