রেল ক্রসিং তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রেল অবরোধ বাঁকুড়ায়
রেল ক্রশিং তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রেল অবরোধ বাঁকুড়ায়। বাঁকুড়া ও আঁচুড়ি স্টেশনের মাঝে নদাডিহি গ্রামের কাছে রেল অবরোধ গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, রেল ক্রশিং বন্ধ হয়ে গেলে বেশ কয়েকটি গ্রামের মানুষকে বাজার, স্কুল, হাসপাতালে নিয়ে যেতে অসুবিধে হবে। রেল ক্রশিং তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ কয়েকশ মানুষ রেল অবরোধে সামিল হন। এর জেরে একটি লোকাল ট্রেন আটকে পড়ে। এছাড়াও বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আরও কয়েকটি ট্রেন।
![রেল ক্রসিং তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রেল অবরোধ বাঁকুড়ায় রেল ক্রসিং তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রেল অবরোধ বাঁকুড়ায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/24/88221-screenshot20140705090823.jpg)
ওয়েব ডেস্ক : রেল ক্রশিং তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রেল অবরোধ বাঁকুড়ায়। বাঁকুড়া ও আঁচুড়ি স্টেশনের মাঝে নদাডিহি গ্রামের কাছে রেল অবরোধ গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, রেল ক্রশিং বন্ধ হয়ে গেলে বেশ কয়েকটি গ্রামের মানুষকে বাজার, স্কুল, হাসপাতালে নিয়ে যেতে অসুবিধে হবে। রেল ক্রশিং তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ কয়েকশ মানুষ রেল অবরোধে সামিল হন। এর জেরে একটি লোকাল ট্রেন আটকে পড়ে। এছাড়াও বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আরও কয়েকটি ট্রেন।
আরও পড়ুন, দুবরাজপুরে মা ও ছেলেকে থেঁতলে খুনের ঘটনায় গ্রেফতার ১