বৃহস্পতিবারের পর শুক্রবারও ধেয়ে আসছে কালবৈশাখী, কোথায় কোথায় কখন শুরু হবে দুর্যোগ?
বেসরকারি আবহাওয়া দফতর স্কাইমেটের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও মেঘালয়ের ওপর অবস্থান করছে দুটি ঘূ্র্ণাবর্ত। এর ফলে পশ্চিমবঙ্গ ও বিহারে মে-র প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় প্রতি সন্ধ্যায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টার পর থেকে বৃষ্টির প্রকোপ কমবে।
![বৃহস্পতিবারের পর শুক্রবারও ধেয়ে আসছে কালবৈশাখী, কোথায় কোথায় কখন শুরু হবে দুর্যোগ? বৃহস্পতিবারের পর শুক্রবারও ধেয়ে আসছে কালবৈশাখী, কোথায় কোথায় কখন শুরু হবে দুর্যোগ?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/27/118709-kolkol7218732.jpg)
ওয়েব ডেস্ক: বৃহস্পতিবারের পর শুক্রবারও দক্ষিণ বঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। রেডার তথ্য অনুসারে দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, কলকাতা ও দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বেসরকারি আবহাওয়া দফতর স্কাইমেটের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও মেঘালয়ের ওপর অবস্থান করছে দুটি ঘূ্র্ণাবর্ত। এর ফলে পশ্চিমবঙ্গ ও বিহারে মে-র প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় প্রতি সন্ধ্যায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টার পর থেকে বৃষ্টির প্রকোপ কমবে।
শুক্রবার কলকাতায় ঝড়বৃষ্টি শুরু হতে পারে রাত ৮টার পর থেকে। খড়গপুরে বৃষ্টি হতে পারে ঘণ্টাখানেকের মধ্যে।