বিকালে বৃষ্টির সম্ভাবনা, তবে অস্বস্তির গরম কাটছে না এখনই
অস্বস্তির গরম কাটছে না এখনই। তবে বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলে সন্ধের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বৃষ্টি হবে। তবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
![বিকালে বৃষ্টির সম্ভাবনা, তবে অস্বস্তির গরম কাটছে না এখনই বিকালে বৃষ্টির সম্ভাবনা, তবে অস্বস্তির গরম কাটছে না এখনই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/17/197354-90513-heavyrain-12-8-17.jpg)
নিজস্ব প্রতিবেদন: অস্বস্তির গরম কাটছে না এখনই। তবে বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলে সন্ধের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বৃষ্টি হবে। তবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
সোমবারের তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেছে। চড়া তাপমাত্রায় অস্বস্তিতে শহর। পারদ ছুঁয়েছে চল্লিশের ঘরে। তারসঙ্গে রয়েছে আদ্রতা। গরম আর ঘামে হাসফাঁস শহরবাসীর।। সুতরাং উঃ থেকে দঃ বঙ্গে কবে পৌঁছয় বর্ষা এখন তারই অপেক্ষা।