ঘনীভূত রয়্যাল বেঙ্গল রহস্য, মিলল এবার জোরালো সূত্র
কিন্তু এই রহস্য আরও ঘনীভূত হয়েছে, যখন বুধবার সকালে অদ্ভূত জন্তুর পায়ের ছাপ দেখতে পান মেদিনীপুরের শহরের এক বাসিন্দা। মুড়াকাটা জঙ্গলের ধার দিয়ে যাওয়ার সময়েই জন্তুটির পায়ের ছাপ দেখতে পান তিনি। খবর দেওয়া হয়েছে বনকর্মীদের। তবে কি বাঘ এখন মেদিনীপুরে? জোরালো হচ্ছে প্রশ্ন।
![ঘনীভূত রয়্যাল বেঙ্গল রহস্য, মিলল এবার জোরালো সূত্র ঘনীভূত রয়্যাল বেঙ্গল রহস্য, মিলল এবার জোরালো সূত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/07/111806-tiger.jpg)
নিজস্ব প্রতিবেদন: রয়্যাল বেঙ্গল রহস্য আরও ঘনীভূত। মেদিনীপুর শহরের কাছেই মিলল পায়ের ছাপ। মুড়াকাটা কুয়াবুড়ির জঙ্গলে পায়ের ছাপ। আরও একটি খাঁচা পাতা হল জঙ্গলে। খাঁচার বিস্তারিত তথ্য দেয়নি বনদফতর।
লালগড়ের আতঙ্ক ফিরেছিল মধুপুরে। সেখানেও মিলেছিল তাঁর পায়ের ছাপ। ক্যামেরায় ধরা দিলেও, মানুষের পাতা ফাঁদে ধরা দেননি তিনি। দাঁতালদের আগমনেই হয়তো কিছুটা বিরক্ত হয়ে এলাকা ছেড়েছিলেন। তাঁর খোঁজে এখন হন্যে হয়ে ঘুরছে বনদফতরের কর্মীরা। বুক ধুকপুকানি বেড়ে যাচ্ছে গ্রামবাসীদের। দুটি ক্যামেরা আরও বসানো হয়েছে জঙ্গলে।তবু বাঘের দেখা নেই।
আরও পড়ুন: পুকুরে পাড়েই সন্ধ্যার পর মিলছে তার পায়ের ছাপ! এবার আতঙ্ক মধুপুরে
কিন্তু তিনি ‘বিন্দাস’। এবার কোথায় গা ঢাকা দিয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগার।
কিন্তু এই রহস্য আরও ঘনীভূত হয়েছে, যখন বুধবার সকালে অদ্ভূত জন্তুর পায়ের ছাপ দেখতে পান মেদিনীপুরের শহরের এক বাসিন্দা। মুড়াকাটা জঙ্গলের ধার দিয়ে যাওয়ার সময়েই জন্তুটির পায়ের ছাপ দেখতে পান তিনি। খবর দেওয়া হয়েছে বনকর্মীদের। তবে কি বাঘ এখন মেদিনীপুরে? জোরালো হচ্ছে প্রশ্ন।
আরও পড়ুন: মেয়েকে ধর্ষণ করানোর অভিযোগ সত্ মায়ের বিরুদ্ধে
মঙ্গলবার আরও একটি খাঁচা পাতা হয়েছে ভাউদি ও লক্ষ্মণপুরের মাঝে তবে ঠিক কোথায়, সে সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে জানানো হয়নি।