লকডাউনের মাঝেই নিমতায় শ্যুটআউট, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তৃণমূল কর্মী
কে বা কারা এই কাজ করেছে তা এখনও জানা যায়নি। গুলি এসে লাল্টুর মুখে লাগে।
![লকডাউনের মাঝেই নিমতায় শ্যুটআউট, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তৃণমূল কর্মী লকডাউনের মাঝেই নিমতায় শ্যুটআউট, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তৃণমূল কর্মী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/04/07/242992-untitled-1.gif)
নিজস্ব প্রতিবেদন: লকডাউন চলাকালীনই নিমতায় শ্যুটআউটের ঘটনা। ঘটনাস্থল নিমতার পাঠানপুর বাজার। সূত্রের খবর, এলাকার গানশাল ফ্যাক্টরির কর্মচারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়, জানা গিয়েছে তিনি তৃণমূল কর্মীও। গত সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ তন্ময় দাস ওরফে লাল্টু নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। কে বা কারা এই কাজ করেছে তা এখনও জানা যায়নি। গুলি এসে লাল্টুর মুখে লাগে। গুরুতর আহত হয় সে।
আরও পড়ুন: ‘অমাবস্যার মতো রাত, অন্ধকার ভেদ করে ফিরবেই শুভদিন’, বারো বছরের শ্রীনিতার কবিতায় করোনা আতঙ্ক
এরপরই আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে করা হয়েছে তাকে। সিথানীয় সূত্রে খবর, এদিন রাতে শ্বশুড়বাড়ি থেকে ফিরছিল লাল্টু। তখনও হামলা চালানো হয় তাঁর ওপর, ঘটনায় স্বাভাবিকভাবেই নিমতা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও হামলার কারণ এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক কারণ, নাকি অন্য কারণে গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।