"নিজেদের যোগ্যতা নেই, তাই প্রশান্ত কিশোরকে রাজ্য সরকার লিজ দিয়েছে তৃণমূল"

তৃণমূলের সরকার চালানোর যোগ্যতা নেই। তাই প্রশান্ত কিশোরকে সরকার লিজ দিয়েছে তারা। সোমবার দলের রাজ্য সদর দফতরে বসে এভাবেই শাসকদলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Updated By: Aug 12, 2019, 05:30 PM IST
"নিজেদের যোগ্যতা নেই, তাই প্রশান্ত কিশোরকে রাজ্য সরকার লিজ দিয়েছে তৃণমূল"

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের সরকার চালানোর যোগ্যতা নেই। তাই প্রশান্ত কিশোরকে সরকার লিজ দিয়েছে তারা। সোমবার দলের রাজ্য সদর দফতরে বসে এভাবেই শাসকদলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, বিজেপি মানুষের সমর্থনে এসে রাজ্যে সরকার গঠন করবে। 

দিল্লি থেকে ফিরে সোমবার মুরলিধর স্ট্রিটে দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন দিলীপবাবু। সেখানেই প্রশ্নের জবাবে দিলীপবাবু বলেন, 'সরকারি ভবনে দফতর খুলেছে প্রশান্ত কিশোরের সংস্থা। সরকারি কর্মীদের তাঁরা নির্দেশ দিচ্ছেন। দলের লিজ আগেই প্রশান্ত কিশোরকে দিয়েছিল তৃণমূল। কিন্তু সরকার লিজ দেওয়া মেনে নেওয়া যায় না। আসলে সরকার চালানোর যোগ্যতা ওদের নেই।'

 

দিলীপবাবুর দাবি, 'সম্প্রতি প্রশান্ত কিশোরের নির্দেশ মতো কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিজের প্রবণতায় বাঁধ দিতে পারছেন না তিনি। তাই দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিসের বিরোধিতায় বসছেন তিনি।' তিনি বলেন, 'কারও কথা শুনে চলার অভ্যেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। অনিচ্ছা সত্বেও প্রশান্ত কিশোরের কথা শুনতে হচ্ছে তাঁকে। তাই তাদের এই সম্পর্ক কতদিন থাকবে তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।'

আরও পড়ুন : হালিসহরে মোবাইল সংস্থার কর্মী খুনে নয়া মোড়, আত্মঘাতী হওয়ার চেষ্টা তাঁরই প্রেমিকার!

বলে রাখি, রবিবার বিজেপির চিন্তন বৈঠকের দ্বিতীয় দিনে রাজ্য সরকারের কাজকর্মে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের হস্তক্ষেপের অভিযোগে সরব হন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, 'সরকারি দফতরে বসে সরকারি কর্মীদের নির্দেশ দিচ্ছেন প্রশান্ত কিশোরের লোকজন। যা মেনে নেবে না বিজেপি।'

.