TET 2022: টেটের সিট পড়েছে দুবাই-ঢাকা-লাহোরে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অ্যাডমিট কার্ড

বিজেপি নেত্রী শর্বরী সেন পাল্টা বলেন, এসএসসিতে ১৮৩ জনের অবৈধ নিয়োগ হাইকোর্ট না বললে জানতেই পারতাম না। এই সরকারের প্রতি ভরসা আমাদের তলানিতে ঠেকেছে। তাই টেট পরীক্ষার্থীদের সেন্টার নিয়ে যেটা ভাইরাল হয়েছে সেটা খুব বিচিত্র বলে আমাদের মনে হয়নি

Updated By: Dec 3, 2022, 11:01 PM IST
TET 2022: টেটের সিট পড়েছে দুবাই-ঢাকা-লাহোরে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অ্যাডমিট কার্ড

বিধান সরকার: এবছর প্রাইমারি টেট হচ্ছে ১১ ডিসেম্বর। বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডও পেয়ে গিয়েছেন। কিন্তু সমস্যা পরীক্ষা কেন্দ্র নিয়ে। কাউকে পরীক্ষা দিতে হবে সংযুক্ত আরব আমিরশাহি, কারও সিট পড়েছে লাহোরে, কারও আবার ঢাকায়। এমনই বিচিত্র অ্যাডমিট কার্ডের ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এনিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। 

আরও পড়ুন-জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে 'ফুটবল সম্রাট', চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, প্রার্থনায় বিশ্ব 

সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া টেটের অ্যাডমিট কার্ড অনুয়ায়ী হুগলির অয়ন কোলেকে পরীক্ষা দিতে যেতে হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। অন্ একজনের সিট পড়েছে পাকিস্তানের লাহোরে। আবার মিমো ঘোষের সিট পড়েছে বাংলাদেশের ঢাকায়। এখন এসব অ্যাডমিট কার্ড ভুয়ো কিনা তার সবটা যাচাই করতে পারেনি জি ২৪ ঘণ্টা। তবে এনিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস।

হুগলি জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী শর্বরী সেন ও কেয়া ঘোষের বিরুদ্ধে মগরা থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছেন। জাঙ্গীপাড়ার বিধায়ক তথা পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন, এটা বিজেপির একটা ভয়ংকর চক্রান্ত। আমি কেয়া ঘোষের পোস্ট দেখেছি এবং জেলার কয়েকজন বিজেপি নেত্রী পোস্ট করেছেন। টেট পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের কাজ করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসার একটা চক্রান্ত চলছে। আর এই খেলা ২০২১ এ আমরা দেখেছি বিজেপির অমিত মালব্য মিথ্যা ভিডিও তৈরী করে সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন। আসলে বিজেপির সঙ্গে মানুষ নেই। তাই তারা এই ধরনের কাজ করে চলেছে অবিরত।

অন্যদিকে, বিজেপি নেত্রী শর্বরী সেন পাল্টা বলেন, এসএসসিতে ১৮৩ জনের অবৈধ নিয়োগ হাইকোর্ট না বললে জানতেই পারতাম না। এই সরকারের প্রতি ভরসা আমাদের তলানিতে ঠেকেছে। তাই টেট পরীক্ষার্থীদের সেন্টার নিয়ে যেটা ভাইরাল হয়েছে সেটা খুব বিচিত্র বলে আমাদের মনে হয়নি। এরকম পোস্ট সামাজিক মাধ্যমে অনেক ঘুরছে। প্রচুর শেয়ার হয়েছে। শাসকদলের দেওয়া কোনও তথ্য সঠিক হয় না। সেক্ষেত্রে কোন বিভ্রান্তি যদি ঘটে থাকে সেটা হতে পারে না এরকমটা বলা যায় না। যাদের বিরুদ্ধে ওরা অভিযোগ করছে তারা সবাই বিরোধী। আর এরকম অভিযোগ আগেও করেছে বিনা কারনে পুলিস তুলে নিয়ে গেছে আবার ভুল স্বীকার করে ছেড়ে দিয়েছে। এসবে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। তৃণমূল সরকারের ভাবমূর্তি ওরা নিজেরাই নষ্ট করেছে। হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যত নিয়ে খেলা করছে।

মগরার বাসিন্দা টেট পরীক্ষার্থী অয়ন কোলের সিট পরেছে হুগলি উইমেনস কলেজে। তার এডমিট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পরীক্ষা কেন্দ্র পরেছে দুবাইয়ে। পরীক্ষার্থী বলেন, তার এডমিটে কোনও ভুল নেই। আগামী এগারো তারিখ পরীক্ষা দিতে যাবেন। কে বা কারা তার এডমিটে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিল তা জানা নেই বলে দাবী তাঁর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.