মালদহে বোর্ড গঠনে তৃণমূলকেই সমর্থন কংগ্রেসের

১৪৬টি জেলার গ্রামপঞ্চায়েতে মধ্যে কোন দলের সংখ্যাগরিষ্ঠতা নেই অনেক গ্রামপঞ্চায়েতে। 

Updated By: Aug 27, 2018, 11:56 AM IST
মালদহে বোর্ড গঠনে তৃণমূলকেই সমর্থন কংগ্রেসের

 নিজস্ব প্রতিবেদন: মালদহে বোর্ড গঠনে তৃণমূলকেই সমর্থন করল কংগ্রেস। জয়ী সদস্যদের হুইপ জারি করেছে জেলা কংগ্রেস। জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েত এখনও ত্রিশঙ্কু। এই সব বোর্ডে কংগ্রেস তৃণমূলকেই সমর্থন করবে বলে জানিয়েছেন জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুর। কংগ্রেসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলা তৃণমূল।

১৪৬টি জেলার গ্রামপঞ্চায়েতে মধ্যে কোন দলের সংখ্যাগরিষ্ঠতা নেই অনেক গ্রামপঞ্চায়েতে। ফলে পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য  টিএমসি, বিজেপি বা কংগ্রেস দলের একে অপরের সমর্থন প্রয়োজন। এমন পরিস্থিতিতে কংগ্রেস দলের সদস্যরা কাদের হাত ধরবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তারই অবসান ঘটিয়ে মালদা জেলা কংগ্রেসের সভানেত্রী তথা উত্তরমালদার সাংসদ মৌসম বেনজির নুর দলকে নির্দেশ দেন বিজেপি নয়, টিএমসির হাত ধরার।

আরও পড়ুন: মানিকচকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে নিহত ১ , আহত শিশু

তিনি আরও জানান, ২০১৯ সালের আগে পঞ্চায়েতে বোর্ড গঠনে কংগ্রেস ও টিএমসির এটি প্রিজোট। জেলা কংগ্রেসের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টিএমসির জেলা সভাপতি দুলাল চন্দ্র ঘোষ। তিনি বলেন, ‘‘মালদহ জেলায় কংগ্রেস টিএমসির হাত ধরলে ফিনিস হবেই বিজেপি।’’

.