চতুর্থ দফায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, বললেন বিশেষ পর্যবেক্ষক
এদিন বীরভূম, আসানসোল-সহ নানা জায়গায় অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন "এখনও অবধি আমার কাছে যা খবর আছে তাতে নির্বাচন শান্তিপূর্ণই হচ্ছে।" এরপর বাবুল সুপ্রিয় গাড়ি ভাঙ্গা সহ বিরোধীদের ছাপ্পা ভয় দেখানো সহ অন্যান্য অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন "যদি কোনও অভিযোগ থাকে তাহলে খতিয়ে দেখব।"
নিজস্ব প্রতিবেদন: চতুর্থ দফায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেই মনে করছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। আজ সোমবার বীরভূম থেকে কলকাতায় ফিরে বিমানবন্দরে তিনি এমনটাই জানিয়েছেন। এদিন বীরভূম, আসানসোল-সহ নানা জায়গায় অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন "এখনও অবধি আমার কাছে যা খবর আছে তাতে নির্বাচন শান্তিপূর্ণই হচ্ছে।" এরপর বাবুল সুপ্রিয় গাড়ি ভাঙ্গা সহ বিরোধীদের ছাপ্পা ভয় দেখানো সহ অন্যান্য অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন "যদি কোনও অভিযোগ থাকে তাহলে খতিয়ে দেখব।"
আরও পড়ুন: লাইনে দাঁড়িয়ে ভোট আবাসিকদের, রাজ্যে নজির তৈরি করল বহরমপুর মানসিক হাসপাতাল
উল্লেখ্য সোমবার ছিল চতুর্থ দফার ভোট। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম-সহ রাজ্যের আট আসনে ভোটগ্রহণ পর্ব চলেছে গোটা দিন ধরেই। এসেছে বিক্ষিপ্তি অশান্তির খবরও। দুপুর তিনটে পর্যন্ত ভোটদানের হার ছিল ৬৬ শতাংশ।