Madhyamik Exam 2025: জীবনের প্রথম বড় পরীক্ষা! পরীক্ষার্থীদের সুবিধার জন্য ট্রাফিকবিধি, হেল্পলাইন নম্বর...
Madhyamik Exam 2025: ১০, ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২২ পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পার্কিং এর জন্য চিহ্নিত ব্লু লাইন ছাড়া অন্যত্র বা যত্রতত্র পার্কিং নিষিদ্ধ। খামখেয়ালী পার্কিংয়ে হতে পারে ট্র্যাফিক জরিমানা। পরীক্ষার দিন সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ...
অয়ন ঘোষাল: আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। চলবে ২২ তারিখ পর্যন্ত। এবারের পরীক্ষায় বসতে চলেছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থী ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং ছাত্রী পরীক্ষার্থী ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। গত বারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬২ হাজার বেশি। এবারে মাধ্যমিক পরীক্ষায় অসদ উপায় রুখতে একগুচ্ছ নির্দেষিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। একগুচ্ছ নির্দেশিকা জারির মধ্যে বলা হয়েছে মোবাইল বা কোনও ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পার্কিং এর জন্য চিহ্নিত ব্লু লাইন ছাড়া অন্যত্র বা যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করেছে প্রশাসন।
আরও পড়ুন: WB Weather Update: বিদায়বেলায় ফিরল শীত! তবে নামবে পারদ? আবহাওয়ার বড়সড় আপডেট...
সকলকে পার্কিংয়ের বিষয়ে সাবধান করেছে প্রশাসন, খামখেয়ালী পার্কিংয়ে হতে পারে ট্র্যাফিক জরিমানাও। পরীক্ষার দিন সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত দুধ, সবজি, মাছ, LPG সহ অত্যাবশ্যক পণ্যবাহী গাড়ির যাতায়াতও নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: West Bengal News LIVE Update: আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, বসতে চলেছে প্রায় ১০ লক্ষ পড়ুয়া...
পরীক্ষাকেন্দ্রের ট্রাফিকের চাপ অনুয়ায়ী প্রয়োজনীয় অন্যান্য ট্র্যাফিক ডাইভারশন এর ক্ষেত্রে কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট এবং অফিসারদের তৎক্ষণাৎ সিদ্ধান্ত বলবতের অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের স্বার্থে কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট সহ অন্যান্য ট্র্যাফিক পুলিশ কর্মীদের সহযোগিতার আবেদন নগরপালের। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইনও দিয়েছে কলকাতা পুলিস, যদি কোনও রকম অসুবিধার মধ্যে পড়েন তাহলে যোগাযোগ করতে পারবেন 9432610039 নম্বরে এটি সচল থাকবে ২৪ ঘণ্টাই। এছাড়াও সেন্ট্রাল কন্ট্রোল রুমে যে নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে, সেগুলি হল- 033 2321 3813, 033 2359 2277 এবং 033 2337 2282। পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে পারবেন 033 2321 3811 নম্বরে, এছাড়াও বর্ধমানের আঞ্চলিক অফিসে 034 2266 2377, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে 032 2227 5524 এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে 035 3299 9677 বা 8240756371 নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। পর্ষদ থেকে জানিয়েছে পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরা সংশ্লিষ্ট নম্বরগুলিতে যোগাযোগ করে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত রকম সহযোগিতা পাবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)