WB Weather Update: বিদায়বেলায় ফিরল শীত! তবে নামবে পারদ? আবহাওয়ার বড়সড় আপডেট...
WB Weather Update: উত্তরের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশা। উত্তরের দুই দিনাজপুরে, আলিপুরদুয়ার এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণের সমস্ত জেলায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ।
![WB Weather Update: বিদায়বেলায় ফিরল শীত! তবে নামবে পারদ? আবহাওয়ার বড়সড় আপডেট... WB Weather Update: বিদায়বেলায় ফিরল শীত! তবে নামবে পারদ? আবহাওয়ার বড়সড় আপডেট...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/10/520337-weather.png)
অয়ন ঘোষাল: পশ্চিমী ঝঞ্ঝায় ফের আটকে উত্তুরে হওয়া। ফের বৃদ্ধি দিন ও রাতের তাপমাত্রায়। আজ রাতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি এবং খুব হালকা তুষারপাতের পূর্বাভাস। সমতলের জেলায় এর কোনো প্রভাব নেই। আজ রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ক্রমান্বয়ে পারদ উত্থান। রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধির ইঙ্গিত। শুক্রবার সামান্য পারদ পতন। শনিবারের পর থেকে রাজ্যে স্থায়ী পারদ উত্থান। এই সপ্তাহের শেষে শীতের আনুষ্ঠানিক বিদায়।
আরও পড়ুন: আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, বসতে চলেছে প্রায় ১০ লক্ষ পড়ুয়া...
উত্তরবঙ্গ
সকালের কুয়াশার চাদর সরিয়ে বেলা বাড়লে বেশিরভাগ জেলায় পরিষ্কার আকাশ। দার্জিলিং এবং কালিম্পং জেলায় মেঘলা বা আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত পারদের উল্লেখ্যযোগ্য উত্থান পতন নেই। রাতে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ। মঙ্গলবারের পর উত্তরের পার্বত্য এলাকা ছাড়া অন্যত্র বেলা বাড়লে আর গরম পোশাকের প্রয়োজন হবে না।
দক্ষিণবঙ্গ
বৃহস্পতিবার রাতের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি পারদ উত্থান। শুক্রবার সামান্য পারদ পতন। শনিবারের পর স্থায়ী পারদ উত্থান। আগামী সপ্তাহে শীতের বিদায় বাংলা থেকে।
কলকাতা
দিন ও রাতের তাপমাত্রা উত্থান। আরো বাড়বে তাপমাত্রা। শুক্রবার সামান্য নেমে ফের শনি রবি পারদ উত্থান। আগামী সোমবার থেকে গায়েব হতে পারে শীতের সমস্ত আমেজ।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৫.১ থেকে বেড়ে ১৭.৪ ডিগ্রি। দিনের তাপমাত্রা ২৬.৫ থেকে বেড়ে ২৭.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩৪ থেকে ৯৪ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)