সাতদিন একঘরে গৃহবধু ও তাঁর প্রেমিক, সালিশি সভা বসিয়ে গণধোলাই যুগলকে
গৃহবধুকে জিজ্ঞাসাবাদ করা হলে, বিবাহবহির্ভুত সম্পর্কের কথা তিনি মেনে নেন।
![সাতদিন একঘরে গৃহবধু ও তাঁর প্রেমিক, সালিশি সভা বসিয়ে গণধোলাই যুগলকে সাতদিন একঘরে গৃহবধু ও তাঁর প্রেমিক, সালিশি সভা বসিয়ে গণধোলাই যুগলকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/03/309170-collage.jpg)
নিজস্ব প্রতিবেদন: পরকীয়ার অভিযোগ, সেজন্যই দরি দিয়ে খুঁটিতে বাঁধা হল যুবককে। পাশাপাশি গণধোলাই দেওয়া হল যুবতীকে। এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার সালিশি সভা বসিয়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।
অভিযোগ, প্রেমিককে সপ্তাহব্যাপী নিজের বাড়িতে রেখেছিলেন গৃহবধু। এরপর তারা নাকি পরকীয়ায় মেতেছিল।
নতুন বাড়িতে একাই থাকতেন গৃহবধু। শশুড় শাশুড়ি পুরোনো অন্য বাড়িতে থাকতেন। এরপর পাড়ার এক প্রতিবেশি দেখে ফেলেন যে গৃহবধু সঙ্গে রয়েছেন ওই যুবক। এরপর পাড়া প্রতিবেশিকে ডাকা হয়। তারা এসে ওই যুবককে খুঁটিতে বেঁধে ফেলেন। গৃহবধুকে জিজ্ঞাসাবাদ করা হলে, বিবাহবহির্ভুত সম্পর্কের কথা তিনি মেনে নেন।
গৃহবধুর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। তাঁকে গোটা ঘটনা সম্পর্কে জানানো হলে তিনি জানান, ওই গৃহবধুর সঙ্গেই যেন যুবকের বিয়ে দেওয়া হয়। আমি স্ত্রীয়ের সঙ্গে থাকব না। কিন্তু এরপরও মারধর করা হয় দুজনকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় পুলিস। পরিস্থিতি শান্ত করে গৃহবধুকে নিয়ে যান তাঁর বাবা মা।