দেওয়াল লিখন নিয়ে বচসা, BJP কর্মী ও তাঁর মাকে বেধড়ক মারের অভিযোগ TMCর বিরুদ্ধে
তাদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন পার্থর ৬৪ বছরের মা সুধা মালাকার এবং দিলীপ বল নামে তাঁর এক প্রতিবেশীও।
![দেওয়াল লিখন নিয়ে বচসা, BJP কর্মী ও তাঁর মাকে বেধড়ক মারের অভিযোগ TMCর বিরুদ্ধে দেওয়াল লিখন নিয়ে বচসা, BJP কর্মী ও তাঁর মাকে বেধড়ক মারের অভিযোগ TMCর বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/14/311056-dddd.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের দুষ্কৃতীদের হাতে বিজেপি কর্মী এবং তাঁর বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পানিহাটির এঙ্গেলস্ নগরে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক জয় সাহার অভিযোগ, পার্থ মালাকার নামে ওই বিজেপি কর্মীর বাড়ির দেওয়ালে তৃণমূল কর্মীরা পোস্টার লাগাতে গেলে তাঁদের বাধা দেন পার্থ। এরপরই পার্থকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
আরও পড়ুন: WB Assembly Election 2021: পায়ের চোট নিয়েই প্রকাশ্যে Mamata, হুইলচেয়ারেই মিছিলে নেতৃত্ব, জেলা সফর
তাদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন পার্থর ৬৪ বছরের মা সুধা মালাকার এবং দিলীপ বল নামে তাঁর এক প্রতিবেশীও। আহতদের প্রথমে ঘোলা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সুধা এবং দিলীপের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এব্যাপারে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।