প্রেমের ফাঁদ!দুই নাবালিকা উদ্ধার কাটোয়া স্টেশনে
দুই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, যে দুজনেরই বাড়ি হুগলির চুঁচুড়ায়।
নিজস্ব প্রতিবেদন : প্রেমের ফাঁদে পড়ে পাচার হওয়ার আগেই দুই নাবালিকাকে উদ্ধার করল কাটোয়া GRPS,দাবি পুলিসের। আজ দুপুর ১২ টা নাগাদ কাটোয়া স্টেশনে উদ্দেশ্যহীন ভাবে দুই নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের সঙ্গে একটু দূরত্ব বজায় রেখে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিসের। এরপরেই দুই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিস। সেই সুযোগেই তাদের সঙ্গে থাকা যুবকটি বেপাত্তা হয়ে যায়।
কাটোয়া স্টেশনে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে থাকা দুই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, যে দুজনেরই বাড়ি হুগলির চুঁচুড়ায়। এক মাস আগে প্রথমে ফোনে রং নাম্বার থেকে মিস কল দিয়ে শুরু। তারপর কথার জালে জড়িয়ে শুরু হয় প্রেম। প্রেমের শুরুতে বারংবার দেখা করার জন্য জোর করে প্রেমিক। অবশেষে রবিবারই প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য নিজের ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয় ১৫ বছর বয়সী মেয়েটি। কাটোয়া স্টেশনে এসে দেখাও করে প্রেমিকের সঙ্গে। এরপর এদিকে ওদিকে ঘোরাঘুরি শুরু করলে পুলিশের চোখে পড়ে। সমস্ত ঘটনা শুনে কাটোয়া GRPS ওই নাবালিকাদের উদ্ধার করে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিস তাদের চাইল্ড লাইন নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া GRPS।