তিন তালাকের ভয়ে বাড়ি ফিরছেন না মহিলা
তিন তালাকের ভয়ে বাড়ি ফিরছেন না মহিলা। বিল না মেটাতে পেরে ১০ দিন ধরে হাসপাতালেই কাটছে দিন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। বিয়ের পর থেকেই শুরু হয়েছিল পণের জন্য অত্যাচার। সম্প্রতি কন্যা সন্তানের জন্ম হওয়ায় নির্যাতনের মাত্রা আরও বেড়েছে। বেসরকারি হাসপাতালে স্ত্রীকে রেখেই চম্পট দিয়েছেন মহিলার স্বামী। গোটা ঘটনা জানিয়ে তমুলক থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার পরিবার।
![তিন তালাকের ভয়ে বাড়ি ফিরছেন না মহিলা তিন তালাকের ভয়ে বাড়ি ফিরছেন না মহিলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/16/85758-talaq-16-5-17.jpg)
ওয়েব ডেস্ক: তিন তালাকের ভয়ে বাড়ি ফিরছেন না মহিলা। বিল না মেটাতে পেরে ১০ দিন ধরে হাসপাতালেই কাটছে দিন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। বিয়ের পর থেকেই শুরু হয়েছিল পণের জন্য অত্যাচার। সম্প্রতি কন্যা সন্তানের জন্ম হওয়ায় নির্যাতনের মাত্রা আরও বেড়েছে। বেসরকারি হাসপাতালে স্ত্রীকে রেখেই চম্পট দিয়েছেন মহিলার স্বামী। গোটা ঘটনা জানিয়ে তমুলক থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলার পরিবার।
অন্যদিকে, আসানসোল জেলা হাসপাতালে রোগীর ভিড় সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভিড়ে রোগীদের অবস্থাও তথৈবচ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিত্সা পরিষেবা ভাল হওয়ায় রোগীদের প্রথম পছন্দ আসানসোল হাসপাতাল। তাই ভিড়।