আগামী ২ ঘণ্টায় ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গে বজ্র বিদ্যুত্-সহ বৃষ্টি
সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। মেঘ-রোদের খেলায় অনেকেই মনে করেছিলেন এই বুঝি বৃষ্টি নামে!
নিজস্ব প্রতিবেদন: আগামী ২-৩ ঘণ্টার মধ্যের কলকাতায় ধেয়ে আসছে ঝড়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ৭০-৮০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকাগুলিতে রয়েছে ঝড়ের পূর্বাভাস। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: 'একবারের জন্য দেখা করো...' প্রেমিকাকে ডেকেই জড়িয়ে ধরলেন যুবক, তারপরের দৃশ্য ভাবাও কঠিন
বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা ও শহরতলি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টির হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে বইবে ৭০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হতে পারে আসানসোল, পুরুলিয়া ও বাঁকুড়াতেও।
আরও পড়ুন: বাড়িতে ডেকে মুখে লজেন্স পুরে দিক কাকু, আর তা করেই যেতে হল জেলে!
সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। মেঘ-রোদের খেলায় অনেকেই মনে করেছিলেন এই বুঝি বৃষ্টি নামে! কিন্তু সকালে সেভাবে বৃষ্টি না হলেও, বিকালের পর রাজ্যের বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা, সঙ্গে বজ্র বিদ্যুত্ আর ঝোড়ো হাওয়া। এর ফলে পারদ এক ধাক্কায় অনেকটাই নামবে বলে মনে করা হচ্ছে।