বাড়ির উঠোনেই হাজির স্বয়ং বাঘবাবাজি...
পিঠাবাঁকড়ার গ্রামে এ বার বাড়ির উঠোনে ঢুকে পড়ল বাঘ। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। রাতে একটি বাঁকুড়ার পিঠাবাঁকড়ার একটি বাড়ির উঠোনে বাঘটিকে ঘোরাফেরা করতে দেখেন এক মহিলা। তাঁর চিত্কারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দার।
নিজস্ব প্রতিবেদন: এতদিন দেখা দিয়েও যেন দেখা দিচ্ছিলেন না তিনি। তার ভয়ে কাঁটা হয়েছিল সকলে। চলছিল রাতপ্রহরা। এবার তিনি স্বয়ং দণ্ডায়মান খোদ বাড়ির উঠোনে।
আরও পড়ুন: পুকুরে পাড়েই সন্ধ্যার পর মিলছে তার পায়ের ছাপ! এবার আতঙ্ক মধুপুরে
পিঠাবাঁকড়ার গ্রামে এ বার বাড়ির উঠোনে ঢুকে পড়ল বাঘ। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। রাতে একটি বাঁকুড়ার পিঠাবাঁকড়ার একটি বাড়ির উঠোনে বাঘটিকে ঘোরাফেরা করতে দেখেন এক মহিলা। তাঁর চিত্কারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দার।
আরও পড়ুন: দরজা ভেজানো, ভিতরে মায়ের নিথর দেহ দেখলেন ছেলে
গ্রামবাসীদের দাবি, লোকজন আসতে শুরু করতেই ফের জঙ্গলে পালিয়ে যায় বাঘ। রাতেই গ্রামে পৌছে যান বনকর্মীরা। রাতভর পালা করে করে পাহারা দিতে শুরু করেছেন গ্রামবাসীরা। বুধবার সকালেই পিঠাবাঁকড়ায় মিলেছিল বাঘের পায়ের ছাপ।
আরও পড়ুন: মধ্যরাতে হোটেলে যৌনকর্মীদের সঙ্গে টাকা নিয়ে ঝামেলা পুলিস কর্তাদের, এরপর...
বনদফতরের তরফ থেকে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। এলাকা পাহারা দিচ্ছেন বনকর্মীরাও। কোথাও কোনও জন্তু দেখলেই বনদফতরে খবর দেওয়ার কথা জানানো হয়েছে। কার্যত এই বাঘের ঠ্যালায় প্রাণ ওষ্ঠাগত গ্রামবাসীদের। রাতের ঘুম ছুটছে বনকর্মীদেরও।