সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জলপাইগুড়ি রাস্তায় নামল শাসকদল প্রভাবিত সংগঠনই
জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়েছে ধর্ত্তীমোহন রায়কে।
![সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জলপাইগুড়ি রাস্তায় নামল শাসকদল প্রভাবিত সংগঠনই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জলপাইগুড়ি রাস্তায় নামল শাসকদল প্রভাবিত সংগঠনই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/19/99420-gdvnfdbhsf.jpg)
নিজস্ব প্রতিনিধি : সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মাঠে নামল খোদ শাসকদল প্রভাবিত শিক্ষক সংগঠনই। জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়েছে ধর্ত্তীমোহন রায়কে। তৃণমূল কংগ্রেস প্রভাবিত শিক্ষক সংগঠনের সদস্যদের দাবি সভাপতি পদে ফের পুনর্বহাল করতে হবে ধর্ত্তীমোহন রায়কেই।
আরও পড়ুন, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার পাত্রসায়র
এই দাবিতে আজ জলপাইগুড়ি শহরে সংগঠনের তরফে একটি মিছিল করা হয়। যদিও মিছিলে সংগঠনের কোনও ঝান্ডা দেয়নি। তবে মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে শোনা যায়। মিছিল ঘিড়ে জোর গুঞ্জন দেখা দিয়েছে জলপাইগুড়ি শহরে।