Hooghly: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরেই আসরে বিধায়ক, নিজের এলাকায় পানীয় জলের অবৈধ লাইন...
Hooghly: গত লোকসভা ভোটে চুঁচুড়া বিধানসভা এলাকায় প্রায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। কেন? যেসব এলাকায় দল হেরেছে, সেই এলাকায় গত কয়েকদিন ঘরেই জনসংযোগ করছেন বিধায়ক অসিত মজুমদার। আজ, রবিবার কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর এক নম্বর কলোনিতে তিনি।
![Hooghly: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরেই আসরে বিধায়ক, নিজের এলাকায় পানীয় জলের অবৈধ লাইন... Hooghly: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরেই আসরে বিধায়ক, নিজের এলাকায় পানীয় জলের অবৈধ লাইন...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/15/509155-bifahan.jpg)
বিধান সরকার: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পর এবার আসরে বিধায়ক। নিজের এলাকায় স্রেফ জলচুরি ধরাই নয়, পানীয় জলের অবৈধ পাইপ লাইনও কেটে দিলেন তিনি নিজেই। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়।
গত লোকসভা ভোটে চুঁচুড়া বিধানসভা এলাকায় প্রায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। কেন? যেসব এলাকায় দল হেরেছে, সেই এলাকায় গত কয়েকদিন ঘরেই জনসংযোগ করছেন বিধায়ক অসিত মজুমদার। আজ, রবিবার কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর এক নম্বর কলোনিতে তিনি।
অভিযোগ, এই রবীন্দ্রনগর এক নম্বর কলোনিতে কমপক্ষে ১৫ বাড়িতে অবৈধভাবে পানীয় জলের কানেকশন নেওয়া হয়েছে। জনসংযোগ গিয়ে সেই 'জলচুরি'-ই ধরে ফেলেন খোদ বিধায়ক। এরপর নিজেই পানীয় জলের পাইপ লাইন কেটে দেন! স্থানীয় পঞ্চায়েত আধিকারিকদের ডেকে পাঠিয়ে যাঁরা অবৈধভাবে পানীয় জলের কানেকশন নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
বিধায়ক বলেন, 'যাঁরা এই সমস্ত অসাধু কাজ করেছে, তাঁরা পাম্পের লোকদের ভয় দেখিয়েছে। চমকেছে যে, খবর দিলে এই করে দেব, ওই করে দেব। আমার কাছে কিছু মানুষ টেলিফোনে, তাঁদের পরিচয় আমি বলব না, তারা আমাকে খবর দিয়েছে যে,. পুরো রবীন্দ্রনগর এলাকায়, এর বাইরেও মানুষ বেআইনি কানেকশন নিচ্ছে'।
এদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য়, 'আমাদের পক্ষে কারা চুরি করে কানেকশন নিচ্ছে সেটা দেখা সম্ভব হচ্ছে না। রাজ্যের মধ্যে সবথেকে বড় পঞ্চায়েত আমাদের। কেউ চুরি করলে কিছু করার নেই এখানে আমাদের কোনো গাফিলতি নেই। এবার জানতে পেরেছি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে'।
আরও পড়ুন: Hetal Parekh Death: ধনঞ্জয়ের ফাঁসি ভুল ছিল, ন্যায়ের দাবিতে শুরু আন্দোলন
এর আগে, নবান্নে PHE-র বৈঠকে জলচুরি রুখতে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, '২১ হাজারের বেশি জায়গা চিহ্নিত হয়েছে। এগারো হাজারের বেশি অভিযোগ এসেছে। অভিযোগ আসলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও কোনও আধিকারিকও এতে যুক্ত ছিলেন। ৩৭৩ সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১২ চুক্তি গাফিলতির কারণে বাতিল হয়েছে।২৩ আধিকারিককেও শো-কজ করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার সাথে মুখ্যসচিব মিটিং করেছেন। আশা করি তাদের থেকে সাহায্য পাব'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)