‘কুণাল ঘোষের কাছে গেল মানেই কি গঙ্গাজলে শুদ্ধ হয়ে গেল’, Rajib-কে তোপ Kalyan-এর
রাজীবের ‘ঘর ওয়াপসি’র জল্পনায় সরব সাংসদ।
নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের ‘ঘর ওয়াপসি’র পর বিজেপি শিবিরে ‘বেসুরো’দের তৎপরতা তঙ্গে। ইতিমধ্যে শনিবার তৃণমূলে নেতা কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে কি রাজীবের প্রত্যাবর্তন কেবল সময়ের অপেক্ষা? এই জল্পনা যখন তুঙ্গে। তখন মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শেওড়াফুলিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের বৈঠক প্রসঙ্গে শ্রীরামপুরের সাংসদের কটাক্ষ, ‘কুণাল ঘোষের কাছে গেল বলেই কি রাজীব বন্দ্যোপাধ্যায় গঙ্গাজলে শুদ্ধ হয়ে গেল নাকি?’ ডোমডুড়ের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কুৎসা করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করেছেন। তাই তাঁর উপর কর্মীদের ক্ষোভ রয়েছে। তাঁর সাফ বার্তা, কর্মীরাই দলের সম্পদ। দলে বুথ লেভেলের কর্মীদের গুরুত্ব সবচেয়ে বেশি।
আরও পড়ুন: জামিন পেয়ে ঘরে ফিরতেই হামলা! খয়রাশোলে খুন BJP-র মণ্ডল সহ-সভাপতি
আরও পড়ুন: দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে ছাড়ব, বিধায়ক-ভাঙনের শঙ্কায় হুঁশিয়ারি Suvendu-র!
শনিবার কুণাল ঘোষের সঙ্গে বৈঠক শেষে সাম্প্রদায়িকতা নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, ভোটের পাঁচ দিন আগে বাঁকরায় কট্টর হিন্দুত্ববাদীদের নিয়ে এসে মিছিল করার চেষ্টা করেছিলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী। দাঙ্গা লাগাতে চেয়েছিলেন তিনি। এখন উলটো সুরে গান গাইছেন।