Jalpaiguri: ধর্ষণের চেষ্টায় বাধা দিতেই পাশবিক নির্যাতন, ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে গ্রেফতার অভিযুক্ত
জলপাইগুড়ি জেলার পুলিস সুপার দেবর্ষি দত্ত জানান, ওই মহিলার অভিযোগ ও ভাইরাল হওয়ার ভিডিয়োর সূত্র ধরে লক্ষ্মীকান্ত রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে
![Jalpaiguri: ধর্ষণের চেষ্টায় বাধা দিতেই পাশবিক নির্যাতন, ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে গ্রেফতার অভিযুক্ত Jalpaiguri: ধর্ষণের চেষ্টায় বাধা দিতেই পাশবিক নির্যাতন, ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে গ্রেফতার অভিযুক্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/04/337119-10.jpg)
নিজস্ব প্রতিবেদন: আদিবাসী মহিলার উপরে নির্মম অত্যাচার ও ধর্ষণের চেষ্টার অভিযোগে জলপাইগুড়ির বানারহাটে গ্রেফতার এলাকারই এক ব্যক্তি। নির্যাতনের ওই ভিডিয়ো ভাইরাল হতেই লক্ষ্মীকান্ত রায় নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস।
আরও পড়ুন-Covid Vaccine: সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকুক ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য বুস্টার ডোজ, বলছে WHO
নির্যাতিতা মহিলার অভিযোগ, রবিবার নিজের লিজ নেওয়া চা বাগান থেকে ফিরছিলেন। পথে লক্ষ্মীকান্ত রায় নামে ওই মদ্যপ তাঁকে গলায় গামছা দিয়ে একটি ঘরে টেনে নিয়ে যায়। ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় তাকে নির্মমভাবে মারধর করা হয়। কখনও লাথি, কখনও তুলে আছাড় দেওয়া হয়।
তার চিত্কার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
আরও পড়ুন-Mamata-র ফোন-চিঠি, রাজ্যে বন্যা পরিস্থিতির জেরে মৃত ও আহতদের অর্থ-সাহায্য Modi-র
ঘটনা সম্পর্কে জলপাইগুড়ি জেলার পুলিস সুপার দেবর্ষি দত্ত জানান, ওই মহিলার অভিযোগ ও ভাইরাল হওয়ার ভিডিয়োর সূত্র ধরে লক্ষ্মীকান্ত রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)