Ketugram Death: বালি তুলতে গিয়ে অজয়ে তলিয়ে গেল জেসিবি, মর্মান্তিক মৃত্যু ২ জনের
এলাকাবাসীর বক্তব্য, বালি তোলার সময় বালিতে ধস নেমেই জেসিবিটি পাল্টি খেয়ে জলে তলিয়ে যায়
নিজস্ব প্রতিবেদন: বালি তুলতে গিয়ে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু হল ২ জনের। রবিবার বিকেলে এমনই এক ঘটনা ঘটল কাটোয়া মহকুমার কেতুগ্রামে।
রবিবার অন্য়ান্য দিনের মতো কেতুগ্রামের নারেঙ্গা ঘাটে চলছিল বালি তোলার কাজ। গাড়িতে বালি বোঝাই করার কাজ চলছিল জেসিবির মাধ্যমে। বালি তুলতে তুলতে সেই জেসিবিই তলিয়ে যায় অজয়ের জলে।
জেসিবি জলে তলিয়ে যেতেই তার সঙ্গে তলিয়ে যান জেসিবির চালক ও খালাসি। দীর্ঘক্ষণের চেষ্টায় জেসিবির কেবিন ভেঙে উদ্ধার করা হয় চালক ও খালাসিকে। কিন্তু ততক্ষণে তাদের দুজনের মৃত্যু হয়েছে।
পুলিস সূত্রে খবর, মৃত জেসিবি চালকের নাম রেন্টু সেখ(২৯)। বাড়ি নানুরের খাসপুরে। অন্যদিকে, খালাসি বালক থান্ডারের(৩২) বাড়ি কেতুগ্রামের নারেঙ্গায়।
এলাকাবাসীর বক্তব্য, বালি তোলার সময় বালিতে ধস নেমেই জেসিবিটি পাল্টি খেয়ে জলে তলিয়ে যায়। সেইসময় গাড়িতে থাকা খালাসি ও চালকও জলে ডুবে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিস। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন-'দোতলার ছাদে গিয়ে দেখি দিদি পুড়ে ছাই', বজবজে 'নারকীয় বর্বরতা'র শিকার গৃহবধূ