উলুবেড়িয়া উপনির্বাচনে বিজেপির 'সম্ভাব্য প্রার্থী'কেই দলে টেনে মুকুলকে ধাক্কা দিল তৃণমূল

শনিবার মুকুল ঘনিষ্ঠ ৩ জন যোগ দিলেন তৃণমূলে। বিজেপি নেতাকে কাঁচরাপাড়ার কাচরা বলে কটাক্ষ পার্থর।  

Updated By: Dec 30, 2017, 08:52 PM IST
উলুবেড়িয়া উপনির্বাচনে বিজেপির 'সম্ভাব্য প্রার্থী'কেই দলে টেনে মুকুলকে ধাক্কা দিল তৃণমূল

নিজস্ব প্রতিবেদন: মুকুল রায় ঘনিষ্ঠ ৩ জনকে দলে টেনে ধাক্কা দিল তৃণমূল। শনিবার একদা মুকুল ঘনিষ্ঠ সুপর্ণ মৈত্র, কর্ণেল দীপ্তাংশু চৌধুরী ও সোনালি সিংহের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। 

ন্যাসকমের প্রাক্তন ডিরেকটর সুপর্ণ মৈত্র বিজেপির দিকে ঝুঁকে ছিলেন বলে খবর। তবে শেষপর্যন্ত তৃণমূলেই নাম লিখিয়েছেন তিনি। অন্যদিকে সোনালি রায় মুকুল রায়ের 'রাজনৈতিক গুরু' মৃণাল সিংহ রায়ের বোন। কংগ্রেসের থাকার সময়ে তিনিই ছিলেন মুকুলের পথপ্রদর্শক। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''মৃণাালবাবুকে ব্যবহার করে কাঁচরাপাড়ার কাচরা উঠে এসেছিল। পরে তাঁকেই ছুড়ে ফেলে দিয়েছে।'' 

আরও পড়ুন- তিন তালাক মামলার আবেদনকারী ইশরত জাহানকে সংবর্ধনা বিজেপির

তবে কর্ণেল দীপ্তাংশু চৌধুরীকে দলে টেনে মুকুলকে মোক্ষম আঘাত করেছে তৃণমূল। বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। দীপ্তাংশুবাবু কৈলাস বিজয়বর্গীয়র অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। গেরুয়া শিবিরে মুকুলের যোগদানে তাঁর ভূমিকা ছিল। সূত্রের খবর, আসন্ন উলুবেড়িয়া উপনির্বাচনে সম্ভাব্য ৫ প্রার্থীর নাম দিল্লিতে পাঠিয়েছিল বিজেপি। সেই তালিকায় ছিলেন দীপ্তাংশুবাবু। এই দীপ্তাংশুবাবুই এখন তৃণমূলে। রাজনৈতিক মহলের মতে, মুকুল রায়কে কোণঠাসা করতেই তাঁর ঘনিষ্ঠদেরই দলে নিল রাজ্যের শাসক দল।        

.