WB Assembly Election 2021: রাতভর বোমাবাজিতে আহত একাধিক, ভোটের আগে উত্তপ্ত হরিরামপুর

একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও  বিজেপি।

Updated By: Apr 23, 2021, 11:18 AM IST
WB Assembly Election 2021: রাতভর বোমাবাজিতে আহত একাধিক, ভোটের আগে উত্তপ্ত হরিরামপুর

নিজস্ব প্রতিবেদন: রাতভর এলাকায় চলল বোমাবাজি। আহত হলেন দু'পক্ষের বেশ কয়েকজন। বোমাবাজি করল কারা? একে অপরের দিকে অভিযোগ আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। ভোটের মুখে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর।

ষষ্ঠ দফার ভোট শেষ। বিক্ষিপ্ত অশান্তি হয়েছে সর্বত্রই। সোমবার সপ্তম দফায় ভোট হবে হরিরামপুর-সহ দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি আসনে। বৃহস্পতিবার রাতভর হরিরামপুরের কেসরাইল এলাকায় বোমাবাজি চলেছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের দাবি, ভোটে আগে এলাকায় আতঙ্ক ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। বোমার আঘাতে দলের বুথ সভাপতি-সহ আহত হয়েছেন ২ জন। তাঁদের চিকিৎসা চলছে মালদহ জেলা হাসপাতালে।

আরও পড়ুন: মালবাজারে Covid পরিস্থিতি খারাপ, Lockdown চাইছে স্থানীয়রা

আর তৃণমূল? বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন হরিরামপুর কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র। তাঁর দাবি, বিজেপি কর্মীদের ছোঁড়া বোমার আঘাতে ৪ জন তৃণমূল কর্মী। এদিকে আজ আবার দক্ষিণ দিনাজপুরের নির্বাচনী প্রচারে আসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলিতে জনসভা করবেন তিনি।

প্রসঙ্গত,  গতকাল ভোট মিটতেই গুলি চলেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। বিজেপির এজেন্টকে লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। লক্ষভ্রষ্ট হয়ে সেই গুলি লাগে ওই বিজেপি এজেন্টের দাদা, বৌদি ও বোনের শরীরে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়।

.