WB Assembly Election 2021: নন্দীগ্রাম জমি মামলার শুনানি, শেখ সুফিয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচনী এজেন্ট তিনি।
নিজস্ব প্রতিবেদন: এক দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে। একুশের ভোটের (WB Assembly Election 2021) মুখে ফের নন্দীগ্রামে জমি আন্দোলন সংক্রান্ত মামলা শুনানি শুরু হল হলদিয়া আদালতে। আদালতের নির্দেশ, যাঁরা জামিন নিয়েছেন, তাঁদেরকে আবার আদালতে হাজিরা দিতে হবে। আর যাঁরা জামিন নেননি? তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে। সেই তালিকায় নাম রয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান, আবু তাহের-সহ বেশ কয়েকজন তৃণমূল (TMC) নেতা।
একুশের ভোটে (WB Assembly Election 2021) নজরে নন্দীগ্রাম (Nandigram)। 'আন্দোলনের মাটি'তে এবার প্রার্থী তৃণমূলনেত্রী (Mamata Banerjee) নিজেই। তাঁর বিপক্ষে বিজেপির টিকিটে লড়ছেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দিন কয়েক আগে নিজের নির্বাচনী কেন্দ্রের প্রথম কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিয়েছিলেন, 'ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম'। বলেছিলেন, 'এবার আমি ঠিকই করেছিলাম, হয় নন্দীগ্রাম, নয়তো সিঙ্গুরে দাঁড়াব। কারণ, এই দুটোই সংগ্রামের জায়গা'। সেদিন মঞ্চে দাঁড়িয়ে ১৪ মার্চের স্মৃতিচারণ করতে গিয়ে আরও অনেক কথা বলেছিলেন মমতা।
২০০৭ সালের ১৪ মার্চ জমি আন্দোলনকে কেন্দ্র করে গুলি চলেছিল নন্দীগ্রামে। প্রাণ হারিয়েছিলেন ১৪ জন। এর বছর চারেক বাদে রাজ্যে পালাবদল ঘটে। ক্ষমতায় আসার পর নন্দীগ্রামে জমি আন্দোলন সংক্রান্ত একাধিক মামলা খারিজ করে দেয় তৃণমূল সরকার। জানা গিয়েছে, মাস দুয়েক আগে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা নীলাঞ্জন অধিকারী। এবারের ভোটে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার আসনে দলের প্রার্থীও বটে। সেই মামলার প্রেক্ষিতেই নন্দীগ্রামে জমি সংক্রান্ত মামলাটির ফের চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।