WB assembly election 2021 : ১৩ তারিখেই 'ফিল্ডে' ফিরছেন Mamata, ৫ দিনে ৫ জেলায় সফরের সম্ভাবনা

WB Assembly Election 2021: কোনদিন কোন জেলায় যেতে পারেন মমতা (Mamata Banerjee)?

Updated By: Mar 11, 2021, 06:57 PM IST
WB assembly election 2021 : ১৩ তারিখেই 'ফিল্ডে' ফিরছেন Mamata, ৫ দিনে ৫ জেলায় সফরের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : হাসপাতালের বেড বন্দি হয়ে তিনি যে বেশিদিন শুয়ে থাকবেন না, ভিডিয়ো বার্তাতেই তা সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। আর তারপরই তৃণমূলের (TMC) তরফে জানানো হল যে ১৩ তারিখ থেকেই ফের 'ফিল্ডে' ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সব কর্মসূচি বহাল থাকছে ১৩ তারিখ থেকে। সেক্ষেত্রে ৫ দিনে ৫ জেলায় সফরের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। 

কোনদিন কোন জেলায় যেতে পারেন মমতা (Mamata Banerjee)?
১৩ মার্চ পুরুলিয়া সফরে বলরামপুর ও বাঘমুন্ডিতে জনসভা করার কথা রয়েছে।
১৪ মার্চ বাঁকুড়া সফরে গিয়ে শালতোড়া, ছাতনা ও রায়পুরে সভাসূচি রয়েছে।
১৫ মার্চ ঝাড়গ্রামে যেতে পারেন।
১৬ মার্চ ফের পশ্চিম মেদিনীপুর যেতে পারেন তৃণমূল নেত্রী। কলাইকুন্ডা, গড়বেতা, কেশিয়াড়িতে জনসভা করতে পারেন।
১৭ মার্চ পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে এগরা, পটাশপুর ও তমলুকে জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল (TMC) নেতৃত্ব জানিয়েছে, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কর্মসূচির কোনও পরিবর্তন হবে না। প্রসঙ্গত, এদিন SSKM-এর বেড থেকে মুখ্যমন্ত্রী ভিডিয়ো বার্তায় বলেন, "আমার হাড়ে চোট আছে। লিগামেন্টে চোট আছে। মাথায় খুব জোরে কাল লেগেছিল। বনেটের উপর দাঁড়িয়ে আমি নমস্কার করছিলাম। তখনই জোরে চাপ আসে। তাতে পুরো গাড়িটা আমার পায়ের উপর চেপে যায়... সবার কাছে অনুরোধ করব সকলে শান্তিতে থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না, যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়। আশা করি ২-৩ দিনের মধ্যে ফিল্ডে ফিরতে পারব। পায়ে চোট থাকলেও ম্যানেজ করে নেব। মিটিং বাদ দেব না। হয়তো কিছুদিন হুইলচেয়ারে ঘুরতে হবে।"

আরও পড়ুন, লোহার খুঁটিতে ধাক্কা কাল্পনিক: Partha, Modi-Shah খোঁজ না নেওয়ায় নিন্দা Sougata-র

'পরিকল্পনামাফিক মুখ্যমন্ত্রীকে হত্যার ছক', মমতার চোট নিয়ে বিস্ফোরক মদন 

.