WB Assembly Election 2021: বহিরাগতকে মানছি না; ভূমিপুত্র চাই, TMC-র প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়ল জামালপুরে
এনিয়ে ব্লক তৃণমূল সভাপতি মেহবুব খান বলেন, রাজ্যের ২৯৪ আসেনর প্রার্থী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর আশীর্বাদপ্রাপ্ত প্রত্যেক প্রার্থীকেই তৃণমূল কর্মীকে জেতাবেন।
![WB Assembly Election 2021: বহিরাগতকে মানছি না; ভূমিপুত্র চাই, TMC-র প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়ল জামালপুরে WB Assembly Election 2021: বহিরাগতকে মানছি না; ভূমিপুত্র চাই, TMC-র প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়ল জামালপুরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/23/312794-6.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রার্থী দেওয়া নিয়ে ক্ষোভ শাসক শিবিরেও। দাবি ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। এরকম এক দাবিতে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পড়ল বর্ধমানের জামালপুরে।
আরও পড়ুন-ভোটের মুখে অনুব্রতর গড়ে জোর ধাক্কা তৃণমূলের, দল ছেড়ে BJP-তে ৩৫০ পরিবার
তৃণমূল (TMC)প্রার্থী অলোক কুমার মাঝিকে মানছি না। উনি বহিরাগত। তাঁর পরিবর্তে প্রার্থী করতে হবে কোনও ভূমিপুত্রকে। মঙ্গলবার এরকম এক পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের জামালপুর বাসস্ট্যান্ড মোড়, শুড়েকালনা বাজার, জামালপুর বাজার,হালাড়া মোড়ে। ওই ধরনের পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
আরও পড়ুন-Mamata-কে ছেড়ে 'ভাইজানে'র দলে, ২ ছেলেকে 'বাড়ি ছাড়া' করলেন TMC নেতা
এনিয়ে ব্লক তৃণমূল সভাপতি মেহবুব খান বলেন, রাজ্যের ২৯৪ আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্য়ায়(Mamata Banerjee)। তাঁর আশীর্বাদপ্রাপ্ত প্রত্যেক প্রার্থীকেই তৃণমূল কর্মীকে জেতাবেন। এনিয়ে কোনও সন্দেহ নেই। কারা ওই পোস্টার মেরেছে তা বোঝা যাচ্ছে না। প্রসঙ্গত, অলোক কুমার মাঝির বাড়ি বর্ধমানের নিলুটে। বর্তমানে তিনি পূর্ব বর্ধমানের ৩ বিধানসভার অবজার্ভার।
এনিয়ে বিজেপি নেতা রামকৃষ্ণ চক্রবর্তী জানিয়েছেন, এটা তৃণমূলের একান্তভাবেই অভ্যন্তরীণ ব্যাপার। তাদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা।