Weather Today: ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে! কতটা থাকবে বৃষ্টির দাপট?
কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আদ্রতা জনিত অস্বস্তি কিছুটা কমবে এবং হালকা হাওয়ার সঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে এই অঞ্চলে।
অয়ন ঘোষালঃ দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবেশ করবে বর্ষা। অনুকূল পরিস্থিতিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। জানা গেছে দুর্বল মৌসুমী বায়ু ঢুকছে দক্ষিণবঙ্গে। বর্ষা এলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে আগামি চার-পাঁচ দিন ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। নদীতে জল স্তর বৃদ্ধি হবে বলে জানানো হয়েছে।একই সঙ্গে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ের এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমবে এবং দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে ধ্বস নামার আশঙ্কা রয়েছে।
কলকাতাসহ দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আদ্রতা জনিত অস্বস্তি কিছুটা কমবে এবং হালকা হাওয়ার সঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে এই অঞ্চলে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে হালকা হাওয়া চলবে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের, বৃষ্টি বেশি হবার আশঙ্কা রয়েছে।
কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৮ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায়।