মাধ্যমিক পাশ করলেই ক্রেতা সুরক্ষা দফতরে চাকরি, এখুনি করুন আবেদন
ত্রেতা সুরক্ষা দফতরে ২৯ জন স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা দফতর। ১৮ - ৬৪ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করলেই করা যাবে আবেদন।
![মাধ্যমিক পাশ করলেই ক্রেতা সুরক্ষা দফতরে চাকরি, এখুনি করুন আবেদন মাধ্যমিক পাশ করলেই ক্রেতা সুরক্ষা দফতরে চাকরি, এখুনি করুন আবেদন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/16/105599-walk712638721.jpg)
ত্রেতা সুরক্ষা দফতরে ২৯ জন স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা দফতর। ১৮ - ৬৪ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করলেই করা যাবে আবেদন।
আরও পড়ুন - ওয়েস্ট বেঙ্গল আজ বেস্ট বেঙ্গল, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বললেন মুকেশ আম্বানি
মূলত ক্রেতা সুরক্ষা ফোরাম ও ক্রেতা সুরক্ষা কমিশনে নিয়োগ করা হবে প্রার্খীদের। এক নজরে দেখে নিন আবেদনের যাবতীয় শর্তাবলী-
1. ১১-০১-২০১৭ তারিখে আবেদনকারীর বয়স ১৮ - ৬৪ বছরের মধ্যে হতে হবে।
2. শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক।
3. স্টেনোগ্রাফি ও কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
4. বেতনক্রম - মাসিক ১৫,০০০ টাকা।
নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে।