পঞ্চায়েত নির্বাচন আগে জেলায় জেলায় গরু বিলি করবে রাজ্য সরকার
পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ পরিবারগুলিকে স্বনির্ভর করতে গরু বিলি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে বীরভূমে এই প্রকল্পের আওতায় ১০০০ গরু বিলি করা হয়েছে। আগামী কয়েক মাসে রাজ্যের সমস্ত জেলায় বিলি করা হবে গরু।
![পঞ্চায়েত নির্বাচন আগে জেলায় জেলায় গরু বিলি করবে রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন আগে জেলায় জেলায় গরু বিলি করবে রাজ্য সরকার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/14/98905-goru3265.jpg)
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ পরিবারগুলিকে স্বনির্ভর করতে গরু বিলি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে বীরভূমে এই প্রকল্পের আওতায় ১০০০ গরু বিলি করা হয়েছে। আগামী কয়েক মাসে রাজ্যের সমস্ত জেলায় বিলি করা হবে গরু।
মঙ্গলবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে গরু বিলিতে জোর দেবে রাজ্য সরকার। গ্রামীণ পরিবারগুলিকে স্বনিরর্ভর করার স্বার্থে বিলি করা হবে গরু। আপাতত পরিবার পিছু ১টি করে গরু দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গরু বিলির দায়িত্বে রয়েছে প্রাণীসম্পদ বিকাস দফতর।
আরও পড়ুন - নোটে গান্ধীজির 'মহাত্মা' তকমা কেন? মামলা করায় যাদবপুরের গবেষককে জরিমানা
ক্ষমতায় আসার পর থেকেই মানুষের হাতে প্রত্যক্ষভাবে সুবিধা পৌঁছে দিতে বিশ্বাসী তৃণমূল সরকার। কন্যাশ্রীর টাকা থেকে সবুজ সাথীর সাইকেল, স্কুল পড়ুয়াদের প্রাপ্তিযোগ ছিল একটু বেশি ভারী। এবার শিকে ছিঁড়ল আম আদমিরও।